প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হবে কেন্দ্রীয়ভাবে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২২ ০৬:২০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২২ ০৬:২০

ছবি সমসাময়িক
দৈনিক সমসাময়িক নিউজ ডেস্ক।।প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এর প্রস্তুতির নির্দেশনা এ বছরের মানে ২০২২ সালের এপ্রিল মাসেই হতে যাচ্ছে প্রাথমিক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের ০১, ০৮, ১৫, ২২ ও ২৯ তারিখে। আমরা সকলেই জানি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এ যাবত বিভিন্ন জেলা শহরে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ২০২২ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয়ভাবে ঢাকায়
দৈনিক সমসাময়িক- এই পেজে আপনারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ, প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২ মেয়েদের যোগ্যতা, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলতি বছর হচ্ছে না, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন, প্রাইমারি শিক্ষক নিয়োগ 2022, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার পাস নম্বর, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রবেশপত্র, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন 2022, প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত সাজেশন, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২১, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন, প্রাইমারি পরীক্ষার ফাইনাল সাজেশন, যেভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিবেন সম্পর্কিত পোস্ট পাবেন।
প্রাথমিকে সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা ঢাকায়, তারিখ চূড়ান্ত
গত বৃহস্পতিবার (১০ মার্চ) পাঠানো ওই চিঠিতে জানানো হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর লিখিত পরীক্ষা আগামী ০১, ০৮, ১৫, ২২ ও ২৮ এপ্রিল কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখে সকাল ১০টায় বা বিকেল ৩টায় পরীক্ষা হবে। কোন প্রতিষ্ঠানের কোন কক্ষে কতজনের পরীক্ষা নেওয়া যাবে তা আগামী মঙ্গলাবারের (১৫ মার্চ) মধ্যে অধিদফতরের ইমেইলে জানানোর অনুরোধ করা হয়। শনিবার (১২ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, পরীক্ষার কেন্দ্রভিত্তিক আসন বণ্টন ও সুনির্দিষ্ট সময় পরবর্তীকালে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতর ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এদিকে, ইতোমধ্যে অবসরজনিত কারণে আরও ১০ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়েছে। এতে বিদ্যালয়গুলোতে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছে। এ সমস্যার সমাধানে মন্ত্রণালয় আগের বিজ্ঞপ্তির শূন্য পদ ও বিজ্ঞপ্তির পরের শূন্য পদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়। প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, এটিই প্রাথমিকের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। ২০২০ সালের ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয়। আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী।


আপনার মূল্যবান মতামত দিন: