মণিরামপুরে শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

তাজাম্মূল হুসাইন, মণিরামপুর (যশোর)।। | প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২ ০৭:৩০

তাজাম্মূল হুসাইন, মণিরামপুর (যশোর)।।
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২ ০৭:৩০

ফাইল ফটো

যশোরের মণিরামপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, দলীয় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর মুরালে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক বাবুল করিম বাবলু, উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান মিকাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড.সুব্রত ব্যানাজী, মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমাতুন্নাহার, সাধারন সম্পাদক রীতা পাড়ে, সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষ, ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি, সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ, সহ-সভাপতি মাহবুর রহমান প্রমূখ




আপনার মূল্যবান মতামত দিন: