কেশবপুরে অসচ্ছল ব্যক্তিদের মাঝে গাভী বিতরণ

অলিয়ার রহমান | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২ ০৮:৪৬

অলিয়ার রহমান
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২ ০৮:৪৬

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুরে অসচ্ছল ব্যক্তিদের মাঝে গাভী বিতরণ করা হয়েছে। উন্নয়ন সংস্থা সমাধানের উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নের বুধবার বিকেলে ইমাননগর দাখিল মাদরাসা মাঠে ওই গাভী বিতরণ করা হয়। সমাধানের নির্বাহী পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে গাভী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান। কবি মুনছুর আজাদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সহসভাপতি মোতাহার হোসাইন, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, ইউপি মেম্বর সালমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে ৭ জন অসচ্ছল ব্যক্তিকে ৭টি গাভী প্রদান করা হয়। #




আপনার মূল্যবান মতামত দিন: