কেশবপুরে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ

অলিয়ার রহমান | প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩ ০৪:৫৬

অলিয়ার রহমান
প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩ ০৪:৫৬

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হাসানপুর ইউনিয়নে দুইজন ভিক্ষুককে ৬টি ছাগল দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও হাসানপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা সমাজসেবা কার্যালয়।
হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামানের সভাপতিত্বে পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য বুলবুল হোসেন, সমাজসেবা অফিসের অফিস সহকারী রুবেল হোসেন, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ রায়হান বাবলা প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন বলেন, এ উপজেলার ১১টি ইউনিয়নের ২০ জন ভিক্ষুককে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় ছাগল, গরুসহ সহায়ক উপকরণ দেওয়া হবে। #




আপনার মূল্যবান মতামত দিন: