সমাজে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কেশবপুরে নবযুগ সংস্থা’র বিভিন্ন কার্যক্রম

অলিয়ার রহমান | প্রকাশিত: ৮ মার্চ ২০২৩ ০৮:১০

অলিয়ার রহমান
প্রকাশিত: ৮ মার্চ ২০২৩ ০৮:১০

ছবি নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুর পৌর ভবন মোড়ে অবস্থিত “নবযুগ সংস্থা”টি উপজেলার গ্রামাঞ্চলে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে বিভিন্ন সেবা মুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতো মধ্যে নবযুগ সংস্থা’র আয়োজনে ও এসএমই ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় “এসো উদ্যোক্তা হই” নতুন নারী উদ্যোক্তা সৃষ্টি উদ্বুদ্ধকরণ কর্মসূচীর আলোকে প্রশিক্ষণ দেয়া হয়। এতে কুটির শিল্প, নকশীকাঁথা, বেত ও বাঁশ শিল্প, মৃৎ শিল্প এবং ফ্যাশন ডিজাইনের ৩০ জন নারী অংশ নেন। স্বেচ্ছাসেবী এ প্রতিষ্ঠানটি বাংলাদেশে জলবায়ু পরিবর্তিত ক্ষতিগ্রস্থ এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে কর্মসংস্থানের সংকট নিরশন, বেকারত্ব দুরীকরণ, দারিদ্র বিমোচন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠিদের নিয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। “নবযুগ সংস্থা”র নির্বাহী পরিচালক মো. আব্দুল মজিদ বলেন, মধ্যম আয়ের দেশ গড়তে যুগোপযোগী চাহিদানুসারে উদ্যোক্তাদের নিয়ে দল গঠন করে আইটি প্রশিক্ষন, বেকার যুবক ও যুব মহিলাকে কম্পিউটার প্রশিক্ষণ, গবাদি পশু পালন, মৎস্য চাষ, নার্সারী, হাঁস-মুরগী পালন, আধুনিক কৃষি চাষাবাদসহ বিভিন্ন স্ব-কর্মসংস্থান সৃষ্টি মুলক প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহন করেছে। বেকারত্ব দুরীকণে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কুটির, ক্ষুদ্র ও মাঝারি নতুন উদ্যোক্তাদের উন্নয়নে “নবযুগ সংস্থা”টি বহুমুখী প্রশিক্ষণ প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সমাজে কর্মসংস্থান সংকটের কারনে স্বল্পবিত্ত সম্পন্ন সাধারন মানুষ আর্থিক দুরাবস্থার সম্মুখীন থেকে রক্ষার প্রয়াসে যুব সমাজের অবক্ষয় রোধে ভাবনা নিয়ে পারস্পারিক সহযোগীতায় সম্মিলিত প্রচেষ্টায় ধনী-গরীব বৈষম্যের বিভেদ ভুলে সকলেই একসাথে এগিয়ে যাওয়ার চিন্তা চেতনা নিয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি, কুটির, ক্ষুদ্র ও মাঝারি উন্নয়ন-প্রশিক্ষণ, উদ্যোক্তাদের সামাজিক ব্যবসায়, গ্রামীন অবকাঠামো উন্নয়ন, কৃষি উৎপাদন-উন্নয়ন, নারীর ক্ষতায়ন-কর্মসংস্থান, শিক্ষা, মাতৃস্বাস্থ্য-শিশু সংরক্ষন, পরিবেশ-সামাজিক বনায়ন ও স্বাস্থ্য-পুষ্টি সেবা সহযোগীতা কর্মসূচী হাতে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: