কেশবপুরে ১০ দফা দাবিতে কৃষক সমিতির মানববন্ধন-স্মারকলিপি প্রদান

অলিয়ার রহমান | প্রকাশিত: ১২ মে ২০২৩ ০২:৪৭

অলিয়ার রহমান
প্রকাশিত: ১২ মে ২০২৩ ০২:৪৭

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে বৃহস্পতিবার বিকেলে ১০ দফা দাবিতে উপজেলা কৃষক সমিতি মিছিল ও মানববন্ধন করাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের নিকট স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপি প্রদান শেষে কৃষক সমিতির নেতৃবৃন্দ মিছিল ও প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ।
কেশবপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন যশোর জেলা কৃষক সমিতির সহসভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক সমিতির সভাপতি স্বপন মন্ডল, সাংগঠনিক সম্পাদক মহিতোষ মন্ডল, কৃষক নেতা আলী হায়দার, ইউসুফ সরদার, মশিয়ার সরদার প্রমুখ।
১০ দফা দাবির ভেতর রয়েছে- ন্যূনতম ১৫০০ টাকা মণ দরে ধান ক্রয়, ফসলের লাভজনক দাম, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালু, সারের বর্ধিত দাম, বীজ, কীটনাশক, সেচ ও অন্যান্য কৃষি উপকরণের দাম কমানো।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম খান স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। #




আপনার মূল্যবান মতামত দিন: