পটিয়া স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের ৭ম বর্ষপূর্তিতেশিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ সৈয়দ নুরুল আবছার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।। | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৩৯

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৩৯

ফাইল ফটো

পটিয়া স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনে ৭ম বর্ষপূর্তি উপলক্ষে দ্বীনি শিক্ষার্থীদের উপহার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সংগঠনের উপদেষ্টা ও এস আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ প্রভাষক মোহাম্মদ তাওহীদুল আলম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগ সভাপতি সৈয়দ নুরুল আবছার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন পটিয়া সেন্টাল হসপিটালের চেয়ারম্যান ডা: সৈয়দ সাইফুল ইসলাম, আল আরদাহ ইসলামী ব্যাংক লিমিটেড বোয়ারখালী শাখার অপরেশন ম্যানেজার সৈয়দ মিয়া, শিশু সংগঠক আলমগীর আলম, সংগঠনের উপদেষ্টা ও ছনহরা ইউপি সদস্য মো: ইকবাল হোসেন, জহির তালুকদার, মোরশেদুল আলম, ফাউন্ডেশনের সহ সভাপতি মোঃ ওসমান, সাধারণ সম্পাদক হাসান মানিক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, মোঃ সালামত উল্লাহ সিজান, মোঃ হাসান মুন্না, মোঃ আনাসহ ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে পটিয়া উপজেলা কৃষকলীগ সভাপতি সৈয়দ নুরুল আবছার বলেন,

এই কঠিন সময়ে, আমরা প্রত্যেকে যেমন নিজেকে নিয়ে ভাবছি, তেমনি ভাবছি অন্যকে নিয়েও। কিন্তু, এই পরিস্থিতিতে কি শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের নিয়ে ভাবছেন? শিক্ষকরা কি ভাবছেন তাদের শিক্ষার্থীরা তাদের পরিবারের সঙ্গে কেমন দিন কাটাচ্ছে?যদিও বর্তমান পরিস্থিতিতে একজন অন্যজনকে সরাসরি সাহায্য করার সুযোগও কম তারপরও আমরা আমাদের পরামর্শ ও সহমর্মিতা দিয়ে একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারি। কর্মক্ষেত্রের প্রত্যেকের প্রতি আমাদের কিছু নৈতিক দায়িত্বও রয়েছে। যেমন, একজন শিক্ষকের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষে পাঠদান নয়। এর বাইরেও শিক্ষার্থীর ভালো-মন্দ সকল সময়ে তাদের পাঁশে থেকে, তাকে আগ্রহী করা ও সাহস যোগানোও একজন শিক্ষকের অন্যতম নৈতিক দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে সমাজের অসহায় শিক্ষার্থীদের পাশে দাড়ায়।




আপনার মূল্যবান মতামত দিন: