মোছলেম উদ্দিন এমপির রোগমুক্তি কামনায় পটিয়া দোয়া মাহফিলে আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ এমপির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মাদ্রাসার ছাত্রদের মাঝে রান্না করা খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার রাত ৯টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের সভাপতি ও পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম, কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোঃ মোরশেদ, মোঃ জাহাঙ্গীর মেম্বার, নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল কাদেরসহ আরো অনেকে।
বক্তারা বলেন- দক্ষিণ জেলা আওয়ামী লীগের সফল সভাপতি মোসলেম উদ্দিন আহমদ তৃণমুল নেতা-কর্মীদের নিবেদিত প্রাণ। তিনি যেন দ্রæত সুস্থ হয়ে নেতাকর্মীদের মাঝে ফিরে আসতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
সেলিম চৌধুরী
পটিয়া,চট্টগ্রাম।
০১৮১৯৩৪৯৪৪২
আপনার মূল্যবান মতামত দিন: