কেশবপুরে অগ্নি নির্বাপণ মহড়া

অলিয়ার রহমান | প্রকাশিত: ২৯ মে ২০২৩ ০৫:৩৬

অলিয়ার রহমান
প্রকাশিত: ২৯ মে ২০২৩ ০৫:৩৬

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


কেশবপুরে রোববার সকালে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ওই অগ্নি নির্বাপণ মহড়ার নেতৃত্ব দেন কেশবপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর শংকর বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর, ফায়ার ফাইটার আশিক ইকবাল, তৌহিদুর রহমান, আব্দুল কাদের, আবুল কাশেম, আব্দুল্লুাহ শেখ, সালাম উদ্দীন, ড্রাইভার মোশারফ হোসেন প্রমুখ। বাসাবাড়িসহ গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কি করবেন, কিভাবে নেভাতে হবে সে বিষয়ে অগ্নি নির্বাপণ মহড়ার মাধ্যমে দেখানোর পাশাপাশি অন্যদেরকেও আগুন নেভানোর কৌশল হাতেকলমে শেখানো হয়। এ সময় কেশবপুর ফায়ার সার্ভিস অফিসের নতুন ফোন নাম্বার (০১৯০১-০২২৮৪২) সকলকে সংরক্ষণে রাখতে বলা হয়। #




আপনার মূল্যবান মতামত দিন: