কেশবপুরে কিশোর-কিশোরী ক্লাবের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

অলিয়ার রহমান | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২৭

অলিয়ার রহমান
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২৭

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


কেশবপুরে উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। এ সময় সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, শিশু একাডেমির তবলা প্রশিক্ষক অলোক বসু বাপী, কিশোর-কিশোরী ক্লাবের প্রশিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। #




আপনার মূল্যবান মতামত দিন: