শ্রীপুরে গয়েশপুর ইউনিয়ন ফুটবল একাদশ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল চাম্পিয়ন

রাশেদ রেজা মাগুরা প্রতিনিধি।। | প্রকাশিত: ২০ মে ২০২২ ১৮:১৫

রাশেদ রেজা মাগুরা প্রতিনিধি।।
প্রকাশিত: ২০ মে ২০২২ ১৮:১৫

ফাইল ফটো

আজ বৃহস্পতিবার বিকেলে মাগুরার শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় ৮টি ইউনিয়নের ৮ টি দল অংশগ্রহণ করে। আজ ফাইনাল খেলায় ১ নং গয়েশপুর ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে ৩ নং শ্রীকোল ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে চাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ১ নং গয়েশপুর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মোল্লা, ৩ নং শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, ৪ নং শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান প্রমুখ ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম ও শিশির শিকদারের মনোমুগ্ধকর ধারাবর্ণনায় এ খেলায় দর্শকে ছিলো পরিপূর্ণ।

ফাইনাল খেলায় গয়েশপুর ইউনিয়নের নিশান ম্যান অব দ্য ম্যাচ, রাকিব ম্যান অব দ্য টুর্নামেন্ট, নিশান সর্বোচ্চ গোলদাতা ও শ্রীকোল ইউনিয়ন ফুটবল একাদশের গোলরক্ষক মেহেদী সেরা গোলরক্ষক নির্বাচিত হয়।




আপনার মূল্যবান মতামত দিন: