কেশবপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

অলিয়ার রহমান,কেশবপুর (যশোর) প্রতিনিধি।। | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৭:২৭

অলিয়ার রহমান,কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৭:২৭

ফাইল ফটো

কেশবপুরে শনিবার বিকেলে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিভিন্ন বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান প্রমুখ।
শনিবার বিকেলে কেশবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (বালক) টাইব্রেকারে ৩-১ গোলের ব্যবধানে গৌরীঘোনা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। একই মাঠে গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয় (বালিকা) ১-০ গোলের ব্যবধানে টিটাবাজিতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে। #




আপনার মূল্যবান মতামত দিন: