কেশবপুরের গড়ভাঙ্গায় ঐতিহ্যবাহী হাডুডু খেলায় মণিরামপুরের উত্তর লাউড়ি চ্যাম্পিয়ন

অলিয়ার রহমান | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২ ০৬:২৮

অলিয়ার রহমান
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২ ০৬:২৮

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার গড়ভাংগা পশ্চিম পাড়ায় ওই খেলার আয়োজন করা হয়। হাডুডু খেলায় কেশবপুর ও পাশের মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকার ৮টি দল অংশগ্রহণ করে। খেলার ফাইনালে মণিরামপুরের উত্তর লাউড়ি দল ২-০ ব্যবধানে মণিরামপুর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা উপভোগ করার জন্য মাঠের চারপাশে হাজারও দর্শকের সমাগম ঘটে।
উপজেলার গড়ভাংগা গ্রামের শিক্ষক ফিরোজ উদ্দীনের সভাপতিত্বে হাডুডু খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মণিরামপুরের শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আলমগীর হোসেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল করিম, মশিয়ার রহমান, সালমা বেগম ও প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু।
খেলায় ধারা বর্ণনা করেন শিক্ষক রফিকুল ইসলাম ও আতিয়ার রহমান।
খেলা দেখতে আসা উপজেলার মজিদপুর গ্রামের মাহবুবুর রহমান বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখে খুবই ভালো লেগেছে। আনন্দ সহকারে সকলে মিলে খেলা উপভোগ করেছি।
মাঠের একপাশে নারী দর্শকদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন মণিরামপুরের উত্তর লাউড়ি দলকে ফ্রিজ ও মণিরামপুর দলকে এলইডি মনিটর তুলে দেন অতিথিবৃন্দ। #




আপনার মূল্যবান মতামত দিন: