কেশবপুরের সাঁগরদাঁড়ী ১৬ দলীয় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান স্বাধীনতা স্পোর্টিং ক্লাব

অলিয়ার রহমান | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৩ ১১:১৪

অলিয়ার রহমান
প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৩ ১১:১৪

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুর সাঁগরদাড়ীতে বৃহস্পতিবার (৫ জানুয়ারী"২৩) বিকেলে মাইকেল মধুসূদন ইনস্টিটিউটশন মাঠে" মধুসূদন সমাজকল্যাণ সংঘের আয়োজনে ও ক্রিস্টাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতালের সার্বিক সহযোগিতায় ১৬ দলীয় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান খুলনার "স্বাধীনতা স্পোর্টিং ক্লাব" 0২-০ গোলে হাসানপুর সমাজ কল্যাণ কেন্দ্র দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।

উক্ত খেলায় মধুসূদন সমাজকল্যাণ সংঘের সভাপতি সুবাস দেব নাথ এর সভাপতিত্বে ,প্রধান অতিথি কেশবপুর সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে প্রথম পুরষ্কার একটি ওয়ালটন ফ্রিজ তুলে দেন ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র রফিকুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মুহিবুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এম কবির হোসেন, শেখর রজ্ঞন দাস, আমানুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বিশ্বাস শহিদুজ্জামান শহিদ ,সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান এসএম মুনজুর রহমান,পাঁজিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দীন, উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিক টিটো, শ্রমিকলীগের সভাপতি সরদার মুনছুর আলী, ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক অলিয়ার রহমানসহ যুবলীগ, ছাত্রলীগ ও অংঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

 




আপনার মূল্যবান মতামত দিন: