অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
“লাল সবুজের বাংলাদেশে, শিশুর জীবন উঠুক হেসে” শ্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুরের কৃতি সন্তান আব্দুল মজিদ (বড়ভাই) খেলাঘর আসর জাতীয় পরিষদের সদ্যস্য ও নব নির্বাচিত কেন্দ্রীয় খেলাঘর আসরের নির্বাহী কমিটির সদস্য মনোনীত হওয়ায় কেশবপুর উপজেলা খেলাঘর আসর এর আয়োজনে এক সংবর্ধনা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
কেশবপুর শহরের পৌর ভবন সংলগ্ন প্রথমিক শিক্ষা মিলনয়াতনে শনিবার সকালে কেশবপুর খেলাঘর আসরের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সাধারন সম্পাদক সৈয়দ আকমল আলী’র সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক মানব মন্ডল ও রবিউল আলমের সঞ্চালোনায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেশবপুর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন, পূরবী খেলাখর আসরের উপদেষ্ঠা পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, রাজনগর বাকাবর্শি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুন্ডু, কেশবপুর খেলাঘর আসরের সহ সভাপতি তাপস মজুমদার, কেশবপুর পাইলট বালিকা বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্ত। অভিব্যক্তি প্রকাশ করেন কেশবপুর খেলাঘর আসরের সহ সাধারন সম্পাদক রবিউল আলম, দপ্তর সম্পাদক ও পুষ্প খেলাঘর আসরের সভাপতি সোহেল পারভেজ, উপজেলা খেলা ঘর আসরের সদস্য ও ফুলকুড়ী খেলাঘর আসর পাঁজিয়া নুড়িতলা শাখার সভাপতি অলিয়ার রহমান, কবি শেখর খেলাঘর আসরের সভাপতি পার্থ সারথী সরকার, মনোজ খেলাঘর আসরের সভাপতি এনামুল কবীর, বি,কে খেলাঘর আসরের সভাপতি তহমিনা খাতুন ও পূরবী খেলাঘর আসরের সদস্য রিম্পা বসু চৈতী। সংগঠনের কোমলমতি শিশুদের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও সংগঠনের দলীয় সঙ্গীত, দেশের গান পরিবেশন এবং কবিতা আবৃতি করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন খেলাঘর আসরের বন্ধুরা। অনুভূতি ব্যক্ত করেন কেশবপুর খেলাঘর আসরের সভাপতি ও খেলাঘর আসর জাতীয় পরিষদের সদ্যস্য এবং নব নির্বাচিত কেন্দ্রীয় খেলাঘর আসরের নির্বাহী কমিটির মনোনীত সদস্য কেশবপুরের কৃতি সন্তান আব্দুল মজিদ (বড়ভাই)। তাঁকে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপজেলার বিভিন্ন খেলা ঘর শাখা আসরের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন এবং উত্তরীয় পরিয়ে দেন।#
আপনার মূল্যবান মতামত দিন: