বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে- এসএম ইয়াকুব আলী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২১ ১৭:৫৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ এপ্রিল ২০২১ ১৭:৫৫

ছবি সমসাময়িক
 

মোঃ শাহ্ জালাল।।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী রাঙাতে পারেনি ফুটবলার ও ক্রিকেটাররা। তবে সাফল্য এলো কাবাডিতে। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়াম সংলগ্ন শহীদ নূর হোসেন স্টেডিয়ামের ফাইনালে বাংলাদেশে ৩৪ পয়েন্ট ও কেনিয়া ২৮ পয়েন্টে নিয়ে ধরাশায়ী হয় বাংলাদেশর কাছে। দেশবাসীকে শিরোপা উপহার দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রতিপক্ষ কেনিয়া অবশ্য ১৮ পয়েন্ট এবং বাংলাদেশ ১৫ পয়েন্ট নিয়ে পিছিয়ে ছিল প্রথমার্ধে। কিন্তু বিরতির পর দাপটের সঙ্গে ঘুরে দাঁড়ায় দেশের দামাল ছেলেরা। শেষে লোনা ও বোনাস পয়েন্টে টপকে যায় আফ্রিকান দলটিকে। লিগ পর্বে এর আগে কেনিয়াকে ৩২-২৯ পয়েন্টে হারিয়ে ছিল বাংলাদেশ। জয় ছিনিয়ে নিয়েছিল পোল্যান্ড, নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষেও। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল(এমপি)। এবং যশোরের মনিরামপুর উপজেলার কৃতি সন্তান আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক নির্বাহী সদস্য, বাংলাদেশ কাবাডি ফেডারেশন জাতীয় ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী সদস্য ও যশোর সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী।


আপনার মূল্যবান মতামত দিন: