বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ মে ২০২১ ১৪:৫৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে ২০২১ ১৪:৫৮

ছবি সমসাময়িক
সমসাময়িক ডেস্ক: উৎসব মুখর পরিবেশে মণিরামপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭)-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান। তিনি বলেন, স্বাস্থ্য ও মনের বিকাশ ঘটাতে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশিপাশি খেলাধুলা করা অত্যান্ত জরুরী। আজকের এই খুদে খেলোয়াড়রা আগামী দিনে দেশের সুনাম বয়ে আনবে। খেলাধুলার মাধ্যমে সমাজে শৃঙ্খলাবোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাবের সৃষ্টি হয়। খেলাধুলা দেহ-মনকে সুস্থ রাখে এবং নেশা দ্রব্য থেকে ফিরে রাখে, তাই গ্রামগঞ্জের ছেলেদেরকে মাদকের থাবা থেকে বাঁচাতে খেলাধুলার বিকাশ ঘটাতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আবুজার সিদ্দিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার সরকার, ভোজগাতী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ঝাঁপা ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টু, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, মণিরামপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার দাস, শ্যামকুড় ইউনিয়নের সচিব আব্দুল আলিম, ইউপি সদস্য ডা. মোস্তফা, ইউনুচ আলী, রওশনারা রশিদ প্রমুখ। খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন হুমায়ুন কবীর, মনোজিত বিশ্বাস, শান্ত মন্ডল, রাকিব হোসেন ও ধারাভাষ্যকর ছিলেন সোহাগ হাসান লিপু। উল্লেখ্য, ফাইনাল খেলায় দুই দলের মধ্যে মুখোমুখি হয় শ্যামকুড় ইউনিয়ন ফুটবল একাদশ বনাম ঝাঁপা ইউনিয়ন ফুটবল একাদশ। উক্ত খেলায় প্রথমার্ধে ২৬ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান শ্যামকুড় ইউনিয়ন ফুটবল একাদশের সজীব কর। দ্বিতীয়ার্ধে ৪৪ মিনিটে ঝাঁপা ইউনিয়ন ফুটবল একাদশের মেহেদী হাসানের গোলে খেলায় সমতা ফিরে আসে। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ১-১ সমতা থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে ঝাঁপা ইউনিয়ন ফুটবল একাদশ ৩-১ গোলে শ্যামকুড় ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে বিজয় ট্রফি ছিনিয়ে নেন। অপরদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭)-এর ফাইনাল খেলায় একক ভাবে চাম্পিয়ন হয়েছেন ভোজগাতী ইউনিয়ন নারী ফুটবল একাদশ।


আপনার মূল্যবান মতামত দিন: