খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে- আব্দুল খালেক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ জুলাই ২০২১ ১৭:১৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুলাই ২০২১ ১৭:১৮

ছবি সমসাময়িক
মোঃ সবুজ হোসেন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।। কুষ্টিয়া কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর যুবসমাজের উদ্যোগে ফুটবল খেলা উদ্ধোধন করেন সমাজ প্রধান আব্দুল খালেক ও রইচ উদ্দিন। মঙ্গলবার (২২ জুলাই ২০২১) উপজেলার নন্দলালপুর ইউনিয়ন আলাউদ্দিন নগর মাঠে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয় এই ফুটবল প্রীতি ম্যাচ। খেলায় স্থানীয় যুবকরা দুটি দলে বিভক্ত হয়ে বিবাহিত বনাম অবিবাহিত দলে অংশগ্রহণ করে। খেলায় নির্দিষ্ট সময়ে ১-১গোলে সমতা থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়, টাইব্রেকারে বিবাহিত দল ৩ গোলে জয়ী হয়। পরে সমাজের ২০০-২৫০ লোকের জন্য রাতের খাবারের আয়োজন করা হয়। প্রীতি ফুটবল ম্যাচিটির পর যুবকরা বলেন, ‘মাদক বিরোধী কার্যক্রম এগিয়ে নিতে খেলাধুলা আয়োজন করা খুবই গুরুত্বপূণ। আমরা এখন থেকে বিভিন্ন স্কুলে, হাঁট বাজারে গিয়ে মাদকের বিরুদ্ধে মানুষের সচেতন করবো। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দেবো। আলাউদ্দিন নগর যুব সমাজ শেখ লিটন, শরিফ, রাজিউল, খাইরুল, সাবুল(মেম্বার প্রার্থী) ও মাসুদ বলেন, যুব সমাজ কে মাদক থেকে দুরে রাখতেই প্রিতি ম্যাচের আয়োজন করা হয়। মাদকের সেবনের ফলে যুবকরা মৃত্যর দিকে ঝুঁকে পড়েন। মাদকের জন্য টাকা পয়সা জোগার করতে তারা বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়েন। তারা আরও বলেন, ‘সমাজকে মাদকমুক্ত রাখতে প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। তাদের ছেলেমেয়েরা কোথায় কখন কিভাবে কার সাথে মিশেছে তার খোজঁ খবর রাখতে হবে। খেলার সাথে স্বাস্থ্য আর স্বাস্থ্যের সাথে মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। লেখাপড়ার পাশাপাশি ছেলে মেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা করা জরুরি। লেখাপড়া পাশাপাশী যদি ছেলে মেয়েরা খেলাধুলা ও সাংস্কৃতি চর্চার মধ্যে থাকে তাহলে তাদের মনে কোন খারাপ চিন্তা আসবে না; কোন নেশার জগতে চলে যাবে না।


আপনার মূল্যবান মতামত দিন: