মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নাই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১১:৫৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১১:৫৯

ছবি সমসাময়িক
তসলিম উদ্দিন রানা, পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়া উপজেলা জিরি কৈয়গ্রাম, কুসুমপুরা, আশিয়া ও হাবিলাবদ্বীপ ইউনিয়নে আলম-রিজিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য তসলিম উদ্দিন রানা।তিনি বলেন আধুনিক পটিয়ার বিনির্মানে ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার চর্চার বিকল্প নাই।পটিয়ার গ্রামে গ্রামে ও পাড়ায় পাড়ায় খেলাধুলার মাধ্যমে সমাজ গঠন করতে হবে। লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর মন ভালো থাকে। তিনি আরোও বলেন সকল অভিভাবক ও সচেতন মহলকে নিজের ছেলে - মেয়ের উপর খেয়াল রাখার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য এস এম দিদারুল হক জসীম, যুবলীগ নেতা তাওহীদুল আলম জুয়েল, শুক্কুর, চট্রগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নুল আবেদীন ফরহাদ, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল্লাহ আজিজ, যুবনেতা মোঃ ইউনুস, আব্দুল হাই, আব্দুল করিম ইমন, ছাত্রনেতা সাজ্জাদ হোসাইন, আবু বক্কর ফায়সাল, মোঃ জুবায়ের, মোঃ জিসান, মোঃ রাশেদ, মোঃ নুর হাকিম, ইমাম, আতিক, সাজ্জাদ, জিবন, ফয়সাল, তারেক প্রমুখ


আপনার মূল্যবান মতামত দিন: