আইজিপি কাপ জাতীয় কাবাডি অনুর্ধ্ব-১৯ এর জেলা পর্যায়ে ফাইনালের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১ ১৭:৫৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১ ১৭:৫৬

ছবি সমসাময়িক

যশোর জেলা প্রতিনিধি।।

আজ ৩০ নভেম্বর বিকাল ৪ টার সময় যশোর বাদশাহ ফয়সাল ইনষ্টিটিউট(কেন্দ্রীয় ঈদগাহ ময়দান)মাঠে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জেলা পুলিশের আয়োজনে আইজিপি কাপ জাতীয় কাবাডি (বালক ও বালিকা)অনুর্ধ্ব-১৯ কাবাডি প্রতিযোগিতা-২০২১ এর জেলা পর্যায়ে ফাইনাল ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে সম্মানিত পুলিশ সুপার যশোর মহোদয়ের পক্ষে হতে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর। জনাব বেলাল হোসাইন তার বক্তব্যের শুরুতেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকে অভিনন্দন জানান। তিনি বলেন, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা গুলো অনেকটাই হারিয়ে গেছে।তিনি আরো বলেন শরীর ঠিক রাখতে খেলাধুলার বিকল্প নেই। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা যশোর সিটি প্লাজার চেয়ারম্যান ও সদস্য বাংলাদেশ কাবাডি ফেডারেশনের এস এম ইয়াকুব আলী এবং ইয়াকুব কবির, সাধারণ সম্পাদক জেলা ক্রীড় সংস্থা, যশোর। এসময় আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ অভয়নগর, অফিসার ইনচার্জ বাঘারপাড়া, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, সাংবাদিকবৃন্দ, আগত দর্শকবৃন্দ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ। ফাইনাল খেলার ফলাফলঃ আজ বেলা তিন ঘটিকায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শক্তিশালী অভয়নগর কাবাডি দল ৪১-২৩ পয়েন্টের বড় ব্যবধানে বাঘারপাড়া কাবাডি দলকে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।


আপনার মূল্যবান মতামত দিন: