মাদকের থাবা থেকে বাঁচাতে খেলাধুলার বিকাশ ঘটাতে হবে: এস এম ইয়াকুব আলী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১ ১৪:২১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১ ১৪:২১

ছবি সমসাময়িক
  তাজাম্মূল হুসাইন, মণিরামপুর (যশোর)।। সমাপনি দিনে খেলাকে উপভোগ করতে শিশু-কিশোর, বয়বৃদ্ধ ক্রীড়া মোদিরা মাঠ প্রাঙ্গনে এসে কানায় কানায় পূর্ণ করে তোলে। শুরু থেকে খেলা প্রাঙ্গনে চর্তুদিক হতে আসা দর্শকদের ছিলো উপচে পড়া ভীড়। এমনই উৎসব মুখর পরিবেশে মণিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দূর্গাপুর যুব সমাজের উদ্যোগে উপজেলা মাঠে এ খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। তিনি বলেন, স্বাস্থ্য ও মনের বিকাশ ঘটাতে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশিপাশি খেলাধুলা করা অত্যান্ত জরুরী। আজকের এই খুদে খেলোয়াড়রা আগামী দিনে দেশের সুনাম বয়ে আনবে। খেলাধুলার মাধ্যমে সমাজে শৃঙ্খলাবোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাবের সৃষ্টি হয়। খেলাধুলা দেহ-মনকে সুস্থ রাখে এবং নেশা দ্রব্য থেকে ফিরে রাখে, তাই গ্রামগঞ্জের ছেলেদেরকে মাদকের থাবা থেকে বাঁচাতে খেলাধুলার বিকাশ ঘটাতে হবে। স্থানীয় কাউন্সিলর আদম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, যশোর বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের যুগ্ম সম্পাদক আসমা খাতুন লাখী, জেলা আওয়ামীলীগ নেত্রী পুর্ণিমা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাকোবা ওয়ার্ডের কাউন্সিলর আজিম হোসেন, কামালপুর ওয়ার্ডের কাউন্সিলর বাবুল আকতার, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরহান হোসেন, জামাল হোসেন, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, কমিটির সদস্য রবিউল ইসলাম, আক্তার হোসেন, শামীম হোসেন প্রমূখ। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে মণিরামপুর উপজেলা ফুটবল একাদশ বনাম লাউড়ী ফুটবল একাদশ। খেলা প্রথমার্ধে ১-১ গোলে সমতা থাকে। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে ৬-৫ গোলে লাউড়ী ফুটবল একাদশ জয় পায়। খেলা শেষে প্রধান অতিথি এস এম ইয়াকুব আলী তার পক্ষ থেকে চ্যাম্পিয়ান দলকে ৪০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ২০ হাজার টাকা তুলে দেন। দৈনিক গ্রামের কাগজ পত্রিকার সৌজন্যে ধারাভাষ্যকার সোহাগ হাসান লিপুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন। খেলার সার্বিক সহযোগিতা করেছেন কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী। খেলার মিডিয়া পার্টনার ছিলেন দৈনিক গ্রামের কাগজ।


আপনার মূল্যবান মতামত দিন: