২০২১ সালে সেরা বোলার নির্বাচিত হলেন মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১ ০২:৫০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১ ০২:৫০

ছবি সমসাময়িক

নিউজ ডেস্ক।।

আরো একটি বছর দেখতে দেখতে চলে গেলো স্মৃতির রাজ্যে। ২০২১ সাল একদম শেষ প্রান্তে আর দরজায় কড়া নাড়ছে ২০২২। এ বছর সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। ১২ ম্যাচ খেলে জয় পেয়েছে ৮টিতেই। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার চেয়ে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড গড়েছে টাইগাররা। এ বছর ওয়ানডে বাংলাদেশিদের পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। এ বছর দুর্দান্ত পারফর্ম করেছেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে মোস্তাফিজকে ২০২১ সালের ওয়ানডের সেরা বোলার হিসেবে নির্বাচিত করেছে ভারতের খেলাধুলা বিষয়ক অনলাইন মাধ্যম স্পোর্টস কিডা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে তারা। এ বছর মুস্তাফিজ ১০টি ওয়ানডে ম্যাচ খেলে ১৮ উইকেট শিকার করেছেন। যেখানে তার গড় ২১.৫৬। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ রান দিয়ে ৩ উইকেট তার এ বছরের সেরা বোলিং ফিগার। উল্লেখ্য, স্পোর্টসকিডা ওয়ানডেতে সেরা ব্যাটার নির্বাচন করেছে দক্ষিণ আফ্রিকার জানেমান মালানকে। আর টি-টোয়েন্টিতে সেরা ব্যাটার ও বোলার নির্বাচিত হয়েছেন যথাক্রমে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও আফ্রিকার আফ্রিকার শামসি।


আপনার মূল্যবান মতামত দিন: