পাইকগাছার গদাইপুর ইউপি চেয়ারম্যান ও সদস্য সহ ৯ জনের নামে মামলা প্রত্যাহার ও নিন্দা জানিয়ে সাংবাদিক সম্মেলন

মোঃ মানছুর রহমান (জাহিদ)।। | প্রকাশিত: ৩০ জুলাই ২০২২ ০৫:৫৪

মোঃ মানছুর রহমান (জাহিদ)।।
প্রকাশিত: ৩০ জুলাই ২০২২ ০৫:৫৪

ফাইল ফটো

খুলনার পাইকগাছায় গদাইপুর ইউপি চেয়ারম্যান, সদস্য ও চৌকিদার সহ ৯ জনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিন্দা জানিয়ে ২৯ জুলাই (শুক্রবার) সকালে পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গদাইপুর ইউপি সদস্যদের পক্ষে প্যানেল চেয়ারম্যান খোরশেদুজ্জামান লিখিত বক্তব্যে বলেন, হিতামপুর গ্রামের বিনোদ দাসের পুত্র অসিত দাশ এলাকায় ছাগল চোর ও একজন প্রতারক হিসাবে সকলের নিকট পরিচিত। সে প্রতারনার মাধ্যমে ইতিপূর্বে বহু লোকের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়েছে। তারই ধারা বাহিকতায় উক্ত অসিত দাশ একই গ্রামের মৃত অধির বিশ্বাসের পুত্র প্রভাষ বিশ্বাসের নিকট থেকে বিভিন্ন সময় ১,৭২, ০০০/ টাকা হাতিয়ে নেয় এবং জোর পূর্বক ফাকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। এ ঘটনায় প্রভাষ বাদী হয়ে অসিত দাশের নামে জি আর ৩২৯/২০ নং মামলা দায়ের করে। যাহা চলমান রয়েছে। এ দিকে প্রভাষ বিশ্বাস তার পাওনা টাকা আদায় ও চেক স্ট্যাম্প উদ্ধারের জন্য গদাইপুর ইউপি চেয়ারম্যান বরাবর আবেদন করে। ইউপি চেয়ারম্যান গত ১৯ জুলাই উভয় পক্ষকে পরিষদে হাজির হওয়ার জন্য নোটিশ করে। নির্ধারিত সময়ে হাজির হয়ে অসিত দাশ এই ঘটনায় আদালতে মামলা চলছে জানালে চেয়ারম্যান শালিস স্থগিত করে। কিন্তু গত ২৬ জুলাই অসিত বাদী হয়ে চেয়ারম্যান, ইউপি সদস্য ও চৌকিদার সহ ৯ জনের নামে চাঁদাবাজি, মারপিট সহ বিভিন্ন অভিযোগ তুলে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। উক্ত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবীতে গদাইপুর ইউপি সদস্যরা সাংবাদিক সম্মেলন করেছে।পাশাপাশি উক্ত মামলা দায়ের করায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।




আপনার মূল্যবান মতামত দিন: