অভয়নগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

অভয়নগর | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ০৭:৫৯

অভয়নগর
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ০৭:৫৯

ফাইল ফটো

স্টাফ রিপোর্টার।। যশোরের অভয়নগর উপজেলায় হিদিয়া লেবুগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেনীর একাধিক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা আকুঞ্জির বিরুদ্ধে। তার ঘৃণিত কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে

গত ৫ নভেম্বর বিদ্যালয় ঘেরাও করে শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়রা। গত ৬ নভেম্বর ওই শিক্ষকের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক ছাত্রীর মা। তবে অভিযোগ দেওয়ার ৫ দিন অতিবাহিত হলেও আইনগত কোন ব্যবস্থা গ্রহন করেনি পুলিশ এমটাই অভিযোগ করেছেন অভিযোগকারী ওই নারী সহ স্থানীয়রা।
ওই শিক্ষকের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছে আরো দুই ছাত্রী। বর্তমানে বিদ্যালয় এর ছাত্রীদের নিরাপত্তাহীনতায় ভুগছে অভিভাবরা।
ভুক্তভোগীর মা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা আকুঞ্জী একজন লম্পট দুঃচরিত্রের লোক। সে বিদ্যালয়ে অবস্থানরত ছাত্রীদের বিভিন্ন ভাবে যৌন হয়রানী মূলক কর্মকান্ডে লিপ্ত থাকে। এরই ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর স্কুল ছুটির সময় আমার মেয়েকে একটি খালি কক্ষে জোরপূর্বক হাত ধরে টেনে নিয়ে যায় এবং ধর্ষনের চেষ্টা করে। ঐ সময় তার চিৎকারে সহপাঠীরা সেখানে উপস্থিত হলে সে তাদের সহযোগীতায় সেখান থেকে কোনরকমে পালাতে সক্ষম হয়। পরের দিন আমি ও আমার পরিবারের লোক স্কুলে গেলে প্রধান শিক্ষককে পাওয়া যায়নি পরে অন্য শিক্ষকরা ৫ এ নভেম্বর স্কুলে যেতে বলেন। ৫ তারিখে আমি সহ এলাকাবাসী স্কুলে গেলে। তার কোন বিচার না করে পরের দিন স্কুলে আসতে বলেন। আমি উপায় না পেয়ে ৬ তারিখে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করি।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, অভিযোগ প্রাপ্তির
পর ছাত্রী ও ছাত্রীর মাকে থানায় ডাকি। পরে শিক্ষা কর্মকর্তা ও ইউএনও মহোদয় দুজনেই তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওলিউর রহমান জানান, হিদিয়া লেবুগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ৪ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু জানান, এ বিষয়ে আমার কাছে কোন লিখিত অভিযোগ হয়নি। অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। পরে মোবাইল ফোনে জানতে পারি। জানার পরেই ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির গঠন করি। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরাসরি কথা হয় হিদিয়া লেবুগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা আকুঞ্জীর
মুঠোফোনে তিনি দৈনিক সমসাময়িক নিউজ কে বলেন আমার বিরুদ্ধে এলাকার বাসীর আগে থেকে ক্ষোভ আছে স্কুলের মাঠ ও পুকুর নিয়ে। যার ফলে এই ঘটনার গিলো ঘটিয়ে আমাকে মান হানি করার চেষ্টা করছে।




আপনার মূল্যবান মতামত দিন: