অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুর বাহরুল উলুম কামিল মাদরাসায় কম্পিউটার ল্যাব অপারেটর পদে আব্দুল্লাহ আল মামুনের যোগদান উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল রোববার (৬ আগস্ট ) সকালে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ ফসিয়ার রহমানের সভাপতিত্বে ও প্রভাষক জিল্যুর রহমানের সঞ্চালনায় মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেশবপুর বাহরুল উলুম কামিল মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি অধ্যাপক মছিহুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, শহীদ ফ্লাইট লেঃ মাসুদ মেমোরিয়াল ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মশিউর রহমান, মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ আঃ হাই সিদ্দিকী। দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রসার সহকারী শিক্ষক (মৌলভী) মাওঃ আব্দুছ ছামাদ।#
আপনার মূল্যবান মতামত দিন: