আইজিপি ড.বেনজীর আহমেদের কাছে "শব্দ নিয়ন্ত্রণে" অধ্যাপক ডা. কামরুল হাসানের- খোলা চিঠি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২১ ১২:৫৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২১ ১২:৫৪

ছবি সমসাময়িক
 

দৈনিক সমসাময়িক ডেস্ক।।

রাজধানী ঢাকার শাহবাগ চত্বর থেকে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড় পর্যন্ত এবং পর্যায় ক্রমে সারা দেশের সব হাসপাতালের আশেপাশের রাস্তায় শব্দ নিয়ন্ত্রণে আজ ৫ই জানুয়ারি পুলিশের আইজিপি জনাব ড.বেনজীর আহমেদের কাছে খোলা চিঠি লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে। চিঠিটি প্রিয় পাঠকদের উদ্দেশ্য হুবহু তুলে ধরা হলোঃ প্রাথমিকভাবে শাহবাগ চত্বর থেকে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড় পর্যন্ত এবং পর্যায় ক্রমে সারা দেশের সব হাসপাতালের আশেপাশের রাস্তায় শব্দ নিয়ন্ত্রণে সম্মানিত আইজিপি জনাব ড. বেনজীর আহমেদের কাছে- খোলা চিঠি জনাব, আমি গত কয়েকদিন যাবত সস্ত্রীক করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছি। আপনি নিশ্চয় জানেন, শাহবাগস্থ দেশের সবচেয়ে বড়ো এই হাসপাতাল এবং বারডেম হাসপাতালে প্রচুর রোগী ভর্তি থাকে সারাবছর। অথচ দু:খের বিষয়, রাস্তায় চলাচলরত যান বাহন ও হর্ণের শব্দের জন্য প্রতিটি রোগীকে চব্বিশ ঘন্টাই বিকট শব্দের শিকার হতে হয়। অথচ অসুস্থতাবস্তায় রোগীর ভালো ঘুমের দরকার। নিদ্রাহীনতা অসুস্থতা আরো বাড়িয়ে দেয় । তাছাড়া রোগীরা এমনিতেই মানসিকভাবে পর্যুদস্ত থাকে। এর মধ্যে কান ফাটানো ভয়ংকর শব্দে সব রোগী আরো অসুস্থ হয়ে পড়তে পারে। আমরা জানি, ইতোমধ্যে অনেক জনহিতকর কর্মসূচী সাহসিকতার সাথে বাস্তবায়ন করেছেন আপনি। দেশের মানুষ সেকথা মনেও রেখেছে। বিশেষ করে জঙ্গী দমনের মতো চ্যালেঞ্জ বাস্তবায়ন, মাদক নিয়ন্ত্রণ, জীবননাশক ওষুধ মেশানো বা খাদ্যে ভেজাল রোধ ইত্যাদি। আমি বিএসএমএমইউ-র উপাচার্য থাকা অবস্থায় শাহবাগে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ ও হাসপাতালের চারপাশে হকার উচ্ছেদে আপনার সক্রিয় সহযোগীতা সব সময় পেয়েছি যা স্বরণীয় হয়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের যুগে যান চলাচল আরো বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক। কিন্তু এতো বড়ো দুটো হাসপাতালের আশেপাশে শব্দদূষণ রোগীদের জন্য খুবই ক্ষতিকর। এই শব্দদূষণ থেকে দেশবাসীকে তথা রোগীদের ক্ষতি থেকে রক্ষা করতে আপনার জরুরী দৃষ্টি কামনা করছি। আশা করি, আপনার বিশেষ উদ্যোগে এবার জরুরী গুরুত্বপূর্ণ এই সমস্যার সমাধা হবে। আপনি অবিলম্বে শাহবাগ এলাকাসহ দেশের সকল হাসপাতালের আশেপাশের সড়কগুলোতে শব্দ নিয়ন্ত্রনের বিশেষ ব্যবস্থা গ্রহন করে বাধিত করুন। আপনার প্রতি দেশবাসীর গভীর আস্থা রয়েছে । আমাদের বিশ্বাস, এ সমস্যার একটি স্থায়ী সমাধান আপনার মাধ্যমে দ্রুত বাস্তবায়ন হবে । আপনার ও আপনার পরিবারের জন্য অশেষ শুভ কামনা। ধন্যবাদ সহ ,

অধ্যাপক ডা. কামরুল হাসান খান। সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)



আপনার মূল্যবান মতামত দিন: