গজারিয়ার বাউশিয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি।। | প্রকাশিত: ৩১ মে ২০২২ ০৭:৫২

ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি।।
প্রকাশিত: ৩১ মে ২০২২ ০৭:৫২

ফাইল ফটো

 মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজনে চরবাউশিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কলার আরত প্রাঙ্গণে উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়।

ইউনিয়ন পরিষদ সচিব মোঃ সুমন মিয়ার সঞ্চালনায় ,সভাপতি ,ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান বাজেট দিক নির্দেশনা ও পর্যালোচনা মূলক বক্তব্যে বলেন বিশ্বের গর্বিত জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন । গ্রাম হবে শহর । সেই ঘোষণার সূত্র ধরে বাউশিয়া ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম হবে উন্নয়নের মডেল ,প্রতিটি গ্রামের পাকা রাস্তা সংলগ্ন নির্মিত হবে ড্রেন। বাউশিয়া ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তরিত করতে যুব সমাজের আনন্দ-বিনোদনের পরিবেশ তৈরি করতে একটি খেলার মাঠ প্রস্তুত করা হবে। উন্নয়নমূলক সকল কাজ বাস্তবায়নে ইউনিয়নের সকল স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। উন্নয়নমূলক বাজেট ঘোষণায় ইউনিয়ন পরিষদ সচিব মোঃ সুমন মিয়া ১ কোটি ৬৮ লক্ষ ৮৬ হাজার ৪৯৪ টাকা আয় ও ব্যয় রেখে ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য, মোঃ এবাদুল্লাহ, ইউপি সদস্য, মোঃ হান্নান, ইউপি সদস্য ডালিম, ইউপি সদস্য,ফারুক, ইউপি সদস্য, মোঃ কামাল, ইউপি সদস্য আলমামুন ফরাজী, ইউপি সদস্য বোরহানউদ্দিন প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: