অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরিষদ মিলনায়তনে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা। 
সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হুমায়ূন কবিরের পরিচালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওই ইউনিয়নের ট্যাগ অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান, ইউনিয়ন পরিষদের মেম্বার কামাল উদ্দীন, সিরাজুল ইসলাম, আব্দুর রহিম, রেজওয়ানুর রহমান, কামরুজ্জামান কামাল, স্বরজিৎ দাস, শহিদ কামাল মিঠু, রাশিদা বেগম, শাহানাজ পারভীন প্রমুখ। বাজেটে মোট আয় দেখানো হয়েছে এক কোটি ৩২ লাখ ৯৩ হাজার ৯৯ টাকা। ব্যয় দেখানো হয়েছে এক কোটি ৩২ লাখ ৪৮ হাজার ৯২৮ টাকা। উদ্বৃত্ত রয়েছে ৪৪ হাজার ১৭১ টাকা। #
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: