অ্যাপসের সভাপতি ডা. এম এ মান্নান' সম্পাদক আইনজীবী খান জেহাদ

অলিয়ার রহমান | প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩ ০২:৪৬

অলিয়ার রহমান
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩ ০২:৪৬

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ


পাখি প্রেমিক মাত্রই জানেন যেসব টিয়া এবং তোতা পাখিদের আদি বাসভূমি এশিয়া মহাদেশ, এককথায় তাদেরই এশিয়াটিক প্যারোট এবং প্যারাকিট বলা হয়। এদের আদি জাতগুলোকে প্রকৃতিতে যথাযথভাবে সংরক্ষণের পাশাপাশি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি খাঁচায় পোষার উপযোগী মিউটেশনগুলোকে বাণিজ্যিকভাবে বা শখের বশে লালন পালন করার সঠিক পদ্ধতির প্রসার ও উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে গঠিত হয়েছে এশিয়াটিক প্যারট অ্যান্ড প্যারাকিট সোসাইটি অব বাংলাদেশ। সংক্ষেপে এটি APPS বা অ্যাপস নামে পরিচিত।

গত ২৭ জুলাই সংগঠনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সারা দেশের কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য পাখি পালক এবং চিকিৎসক ডাক্তার এম এ মান্নানকে সভাপতি এবং নির্মাতা ও আইনজীবী খান জেহাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 

আগামী দুই সপ্তাহের মধ্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে সংগঠনের আহ্বায়ক কমিটি সূত্রে জানা গেছে।#




আপনার মূল্যবান মতামত দিন: