স্থানীয় জনপ্রিয়তায় শীর্ষে এস এম ইয়াকুব আলী, নৌকা পেতে বড় চ্যালেঞ্জে স্বপন ভট্টাচার্যের

মণিরামপুর উপজেলা প্রতিনিধি।। | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩ ১১:৪৫

মণিরামপুর উপজেলা প্রতিনিধি।।
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩ ১১:৪৫

ফাইল ফটো।

মণিরামপুর প্রতিনিধি।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৩ জন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের সময়ে নানা অনিয়ম ও দলে বিভেদ প্রকট হয়েছে। ফলে এবার জল্পনাকল্পনা চলছে নৌকার প্রার্থী কে হচ্ছেন? অবশ্য সম্ভাব্য প্রার্থীরা দলের কাছে নিজেকে যোগ্য করে তুলতে এরই মধ্যে দৌড়ঝাপ শুরু করেছেন।

বর্তমান এমপি স্বপন ভট্টাচার্য ২০১৪ সালে এ আসনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করেন প্রায় একশটি ভোট কেন্দ্র ভাঙচুর বোমা হামলা সহ নানা নাটকীয় ঘটনার জন্ম দিয়ে। এরপর ২০১৮ সালে তাঁকেই বেছে নেয় আওয়ামী লীগ। পরে তাঁকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তাঁর দায়িত্ব পালন কালেও নিজ নির্বাচনী এলাকায় রয়েছে নানান অনিয়মের অভিযোগ। যশোর- ৫ মণিরামপুরে আসেন এবার স্বপন ভট্টাচার্য ছাড়াও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য এস এম ইয়াকুব আলী, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, কেন্দ্রীয় নেতা কামরুল হাসান বারী, প্রয়াত এমপি খান টিপু সুলতানের ছেলে যুবলীগের কেন্দ্রীয় নেতা হুমায়ুন সুলতান সাদাব, জয়দেব কুমার নন্দী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ডাক বিভাগের সাবেক মহাপরি- চালক সুশান্ত কুমার মণ্ডল ও সাবেক ছাত্রনেতা নিতাই কুমার বৈরাগী।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান এবার মনোনয়ন ক্রয় করেননি, তবে তার ধারণা এবারও দল স্বপ্ন ভট্টাচার্য কে মনোনয়ন দিবেন। অন্যদিকে দলের বিভেদের বিষয়টি সামনে এনে প্রভাষক ফারুক হোসেন, এস এম ইয়াকুব আলী ও কামরুল হাসান বারীর ধারণা, দল তাদের মূল্যায়ন করবে। স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জানাযায় দলমত নির্বিশেষে জনপ্রিয়তা শীর্ষ অবস্থান করছে এস এম ইয়াকুব আলী। এস এম ইয়াকুব আলীর বিষয়ে সাবেক ছাত্র নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন বলেন যেহেতু দল এবার ফ্রেশ ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছে সেই ক্ষেত্রে এস এম ইয়াকুব আলী এই আসনের মনোনয়নের যোগ্য প্রার্থী। অন্যদিকে নাজমা খানমের ভাষ্য, একমাত্র নারী হিসেবে দল তাঁকে নৌকা দেবে। তবে শেষ পর্যন্ত যিনি নৌকা পাবেন, তাঁর পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা।




আপনার মূল্যবান মতামত দিন: