যশোর-৫, মণিরামপুরে ঈগলের অফিস ভাংচুর, আহত-১৫

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩ ০১:০৮

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩ ০১:০৮

যশোর-৫, মণিরামপুরে ঈগলের অফিস ভাংচুর

পরাজয় নিশ্চিত জেনেই মণিরামপুরে ঈগল প্রতিক এর কর্মীদের মারপিট করছে ক্ষমতাসীন সন্ত্রাসী বাহিনী ! সুষ্ঠু নির্বাচন করতে অবিলম্বে সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার জোর দাবি করছেন স্থানীয় ভোটার ও জনসাধারণ।

গত শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে যশোর-৫ মণিরামপুর আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ ইয়াকুব আলীর ঈগল প্রতীকের ঝাঁপা ইউনিয়নের ঝাঁপা দক্ষিন পাড়ার নির্বাচনী অফিসে ক্ষমতাসীন দলের একদল সন্ত্রাসী
হামলা চালিয়ে কয়েকজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছ। আহতরা হলেন ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টুর আপন ভাই চন্ডিপুরের রওশন জামান টুটুল, আতিয়ার রহমান এবং মনোহরপুরের তরিকুল ইসলামসহ কয়েকজন।

ঘটনার পর পরই রাজগঞ্জ বাজারে প্রতিবাদ মিছিল বের করে ঈগল মার্কার সমর্থকেরা। স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আহত তরিকুল ইসলাম অভিযোগ করে বলেন, দক্ষিণপাড়া মহিলা মাদ্রাসা সংলগ্ন ঈগল প্রতীকের অফিসে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ ইয়াকুব আলীর পক্ষে নির্বাচনী আলোচনা করছিলাম। এসময় নৌকার সমর্থক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের সন্ত্রাসী বাহিনী প্রধান পশ্চিম এলাকার ত্রাস সিরাজুল ইসলামের নেতৃত্বে সোহেল, সজল,রয়েল, বাবলা, শিমুল, মিজানসহ অজ্ঞাত ১৫/২০জন লোহার রড় ও রামদা নিয়ে হামলা চালায়।
স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ ইয়াকুব আলী বলেন, ঈগল মার্কার জনপ্রিয়তা দেখে আমাদের নির্বাচনী অফিস ভাংচুর এবং সমর্থকদের মারধর করেছে নৌকা প্রার্থীর সমর্থকরা। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।




আপনার মূল্যবান মতামত দিন: