মনিরামপুর পৌর নির্বাচনে আপন দুই ভাই সহ আ.লীগের মেয়র পদে প্রার্থী-৬

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০ ১৮:৩৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০ ১৮:৩৩

ছবি সমসাময়িক
মোঃ শাহ্ জালাল।। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতার জন্য যশোরের মনিরামপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। পৌর আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র কামরুজ্জামানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, সদস্য আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট বশির আহমেদ খান, আসাদুজ্জামান আসাদ প্রমুখ। সভায় পৌরসভা নির্বাচনে দলিয় মেয়র প্রার্থী হিসেবে আগ্রহীদের নাম প্রস্তাবের আহবান জানানো হয়। ফলে মেয়র প্রার্থী হতে ছয়জন আগ্রহ প্রকাশ করেন। এরা হলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌরসভার বর্তমান মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও তার বড়ভাই পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র কামরুজ্জামান, আওয়ামীলীগ নেতা জিএম মজিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোষেন লাভলুর ছোটভাই আসাদুজ্জামান আসাদ এবং সাবেক ছাত্রলীগ সভাপতি অ্যাডভোকেট বশির আহমেদ খান। উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান জানান, আগ্রহি ছয়জন মেয়র প্রার্থীর নাম উপজেলা কমিটির কাছে পাঠানো হবে। উপজেলা কমিটি সেই তালিকা জেলা কমিটির কাছে পাঠাবেন। জেলা কমিটি অনুমোদন দিয়ে দলের কেন্দ্রীয় মনোনয়নবোর্ডে পাঠাবেন। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড প্রার্থী চুড়ান্ত করবেন।


আপনার মূল্যবান মতামত দিন: