মণিরামপুর পৌর নির্বাচনে কে হচ্ছে নৌকার মাঝি??

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০ ১৯:২৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০ ১৯:২৫

ছবি সমসাময়িক
  মণিরামপুর(যশোর)সংবাদদাতা।। আগামী ৩০ জানুয়ারী-২০২১ অনুষ্ঠিত হবে মণিরামপুর পৌরসভার নির্বাচন। আসন্ন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী করার প্রত্যাশায় অনেকেই ইতোমধ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটানির্ং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে দলীয় প্রার্থীরা বাড়তি সুবিধা পেতে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করার জন্য দলের নীতি নির্ধারনী পর্যায়ে লবিং গ্রুপিংয়ে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দলীয় মনোনয়ন বঞ্চিত হলে অনেকেই স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারেন বলে ধারনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, আসন্ন মণিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন তথা নৌকার টিকিট পাবার লক্ষ্যে মনোনয়ন প্রত্যাশী যে সব প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন তারা হলেন, উপজেলা আওয়ামীলীগের বারবার নির্বাচিত সভাপতি বর্ষিয়ান রাজনৈতিক ও বর্তমান মেয়র আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা প্রভাষক ফারুক হোসেন, মণিরামপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর প্যানেল মেয়র মোঃ কামরুজ্জামান কামরুল, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তরুন আওয়ামীলীগ নেতা এ্যাড. বশির আহম্মেদ খান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ এবং সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা জি.এম মজিদ। ফলে মেয়র পদে উপরোক্ত ৬ মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতার মধ্যে আসন্ন নির্বাচনে কে নৌকার টিকিট পাচ্ছেন? এই প্রশ্ন এবং এই গুঞ্জন চলছে গোটা পৌর এলাকাবাসী ও উপজেলার সচেতন রাজনৈতিক বোদ্ধাদের মধ্যে। গোটা পৌর এলাকার হাট-বাজারের বিভিন্ন দোকান-পাট, চায়ের দোকান ও বিভিন্ন অফিস এবং প্রতিষ্ঠানে ভোটার-সাধারনের মধ্যে এখন একটি গুঞ্জনই বেশি শোনা যাচ্ছে যে, মণিরামপুর পৌর নির্বাচনে মেয়র পদে বর্তমান ক্ষমতাশীল আওয়ামীলীগের দলীয় মনোনয়ন কে পাচ্ছেন? অনেকেই বলছেন,বর্তমান মেয়রই আবার মনোনয়ন পাচ্ছেন। কিন্তু অন্যান্য মনোনয়ন প্রত্যাশি প্রার্থীদের সমর্থকরা তাদের সমর্থিত প্রার্থীর দলীয় মনোনয়ন পাবার বিভিন্ন যৌক্তিকতা তুলে ধরছেন। অনেকেই বলছেন বিগত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের মনোনয়ন পাবার সমূহ সম্ভাবনা থাকার পরও মনোনয়ন বঞ্চিত হওয়ায় পৌর নির্বাচনে তিনিই দলীয় মনোনয়ন পাচ্ছেন। অন্য প্রার্থীদের মধ্য থেকেও দলীয় মনোনয়ন পেতে পারেন এমন অনেক যৌক্তিক কারণ বিভিন্ন দলীয় নেতা-কর্মীদের কাছ থেকে জানা গেছে। তবে চূড়ান্তভাবে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন তথা নৌকার টিকিট কে পাচ্ছেন তা আর এক/দুই দিনের মধ্যে জানা যাবে বলে একটি নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে।


আপনার মূল্যবান মতামত দিন: