একেরপর এক ওয়ার্ডবাসীর ভালোবাসায় সিক্ত হলেন নবনির্বাচিত কাউন্সিলর- আদম আলী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২১ ০৫:১৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২১ ০৫:১৮

ছবি সমসাময়িক
 

মনিরামপুর প্রতিনিধি।।

'ওয়ার্ডবাসীর ভালোবাসায় আমি সিক্ত হলাম। ওয়ার্ডের জনগণের এই ভালোবাসা আমি আমার নির্বাচনী কর্মীদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।’ গত শনিরার ৩০শে জানুয়ারি রাত ৮ টার সময় নিজ বাডিতে বিজয়ী হওয়ার পর সংবর্ধনা জানাতে আসা ওয়ার্ডবাসীকে উদ্দেশ্য করে এসব কথা বলেন যশোরের মনিরামপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিল আদম আলী। এবং গতকাল পহেলা ফেব্রুয়ারী মনিরামপুর বাজার মুরগীহাটা নামক মোড়ে মোটর সাইকেল সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরো বলেন আমার নির্বাচনী এলাকা ৪নং ওয়ার্ড (দূর্গাপুর ও স্বরুপদহ) মানুষ আমার এবারের নির্বাচনী প্রতিক টেবিল ল্যাম্পের প্রতি ভালোবাসা দেখিয়ে আমাকে গুরুদায়িত্ব প্রদান করেছেন। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এলাকার উন্নয়নে নিজের জীবনকে উৎসর্গিত করার শপথ নিয়েছি। অল্পদিনের মধ্যেই এখানকার উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, এই মুরগীহাটা মোড়ে যারা মোটরসাইকেল চালিয়ে যাত্রী আনানেওয়া করেন তারা সকলে আমাদের সাধারণ জনগণের বন্ধু। কেননা তারা আমাদের যাত্রা সুনিশ্চিত করার জন্য দিনরাত পরিশ্রম করে জীবীকা নির্বাহ করে থাকেন। আপনারা যারা যাত্রী আছেন কেউ তাদের সাথে খারাপ আচার-আচরণ করবেন না, তারাও মানুষ তারাও আমাদের ভাই। আর তাদের মোটরসাইকেল চালানোর স্বাধীনতা থাকবে কেউ কোন জোর জুলুম করে তাদের মোটরসাইকেল ভাড়া নিতে পারবে না। যদি তাদেরকে কেউ অত্যাচার করে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। কোনো অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূল করে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত করবো। কোনো নারী নির্যাতনকারী ও ধর্ষকের স্থান মনিরামপুর তথা আমার এলাকায় মাটিতে হবে না। এসময় মোটরসাইকেল চালক সমিতির সভাপতি সহ সকল সদস্য ওয়ার্ডবাসী সহ আদম আলীর নির্বাচনী নেতা-কর্মী এবং শত শত সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন: