মণিরামপুর নৌকার জন্য ১৬ ইউনিয়নে নারী প্রার্থীর সংখ্যা- ৪ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১ ০৫:৫০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১ ০৫:৫০

ছবি সমসাময়িক

দৈনিক সমসাময়িক নিউজ ডেস্ক।।

আসন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে মণিরামপুর উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচনী হাওয়া বেশ জমে উঠেছে। তফসিল ঘোষণার আগেই নেতা-কর্মীদের মধ্যে নির্বাচনের আমেজ বিরাজ করছে। নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা এরই মধ্যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। উপজেলার বিভিন্ন হাট-বাজার, গ্রাম-পাড়া- মহল্লার বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে মনোনয়ন প্রত্যাশীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন চোখে পড়ার মতো। উপজেলার ১৬ টি ইউনিয়নে আওয়ামী লীগের ১২৬ জন নৌকা পাওয়ার আশায় সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে পদচারণা মাঠে দেখা যাচ্ছে।
তৃতীয় ধাপে যশোরের মণিরামপুরে ১৭টি ইউনিয়নর মধ্যে ১৬টি ইউনিয়ন পরিষদের নির্নবাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। তবে মামলা জনিত কারণে ৮ নং হরিহরনগর ইউনিয়ন নির্বাচন হচ্ছে না।
গত ১৪ অক্টোবর নির্বাচনী এ তফসিল ঘোষণার পরপরই চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হতে আওয়ামী লীগের দেড় শতাধিক প্রার্থী দৌড়ঝাপ শুরু করেছেন। গত শনিবার সকালে ও বিকালে মণিরামপুরের এ সকল ইউনিয়নে প্রার্থী বাছাই করতে দলীয় বধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকার মাঝি হতে চান নারী- পুরুষ মিলে ১২৬ জন। ইউনিয়ন সভাপতি ও সম্পাদক এ সকল প্রার্থীর তালিকা প্রস্তুত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের কাছে জমা দিয়েছেন বলে ইউনিয়ন সভাপতি ও সম্পাদক নিশ্চিত করেছেন। তবে এবার ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে ইতিমধ্যে মাঠে নেমেছেন ৪ নারী প্রার্থী। দলীয় সুত্রে জানা গেছে, ১৬টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী তালিকায় অবস্থান করছেন নারী- পুরুষ মিলে মোট ১২৬ জনের মধ্যে ৪ জন নারী। তারা হলেন :
২ নং কাশিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় দলীয় মনোনয়ন প্রত্যাশি ৭ জনের নাম উঠে এসেছে। এর মধ্যে নারী প্রার্থী আসমা খাতুন লাকি। আসমা খাতুন লাকি যশোর জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের যুগ্ম সম্পাদক।
৩ নং ভোজগাতি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় সিদ্ধান্ত মোতাবেক প্রার্থী তালিকায় ৪ জনের নাম উঠে এসেছে। এর মধ্যে উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক প্রভাষক আসমাতুন্নাহার।
৭ নং খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় ১৪ জন ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইচ্ছা প্রকাশ করেছেন। এর মধ্যে নারী প্রার্থী ২ জন সাবেক উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আমেনা খাতুন ও সাবেক সাধারণ সম্পাদক সখিনা খাতুন।
তাঁরা নিজ নিজ ইউনিয়নের প্রতিটি গ্রাম-পাড়া মহল্লায় ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের দোয়া আর্শিবাদ চাইছেন। পাশা পাশি দলীয় নেতা-কর্মীদের সমর্থন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন। ১৬টি ইউনিয়নের মধ্যে এবারই প্রথম ৩টি ইউনিয়নে চারজন নারী প্রার্থী চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয় প্রত্যাশী হয়ে মাঠে নামায় ইউনিয়নসহ উপজেলাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে বেশ আলোচিত হচ্ছেন তারা।
কাশিমনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আসমা খাতুন লাকি বলেন, পারিবারিক ভাবে তিনি আওয়ামী লীগের একজন কর্মী। দল আমাকে মনোনয়ন দিলে আমি ইউনিয়নকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক ইউনিয়ন হিসেবে পরিণত করবো। ইউনিয়নে সন্ত্রাস, দূর্নীতি ও মাদকের বিরুদ্ধে আমার অবস্থান আপসহীন রেখে ইউনিয়নবাসীর ন্যায্য সেবা দেয়ার চেষ্টা করবো।
ভোজগাতী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আসমাতুন্নাহার বলেন, আমি দলীয় মনোনয়ন পেলে সন্ত্রাস, দূর্নীতি, মাদক মুক্ত সমাজ গড়ার পাশাপাশি ইউনিয়নবাসীর সেবা দেয়ার চেষ্টা করবো। ইউনিয়নকে গড়ে তুলবো একটি পরিচ্ছন্ন ইউনিয়ন হিসেবে।



আপনার মূল্যবান মতামত দিন: