মণিরামপুরে এবারের ইউপি নির্বাচনে নৌকা নামক সোনার হরিণ ধরা খাচ্ছে যাদের কাছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১ ১৯:১৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১ ১৯:১৫

ছবি সমসাময়িক

ঢাকা থেকে।।

আসন্ন ২৮ নভেম্বর ইউপি নির্বাচন কে সামনে রেখে যশোরের মণিরামপুরে ১৬ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি ১২৮ জনের নাম প্রকাশিত হয়। তৃতীয় ধাপের ইউপি নিবাচনের তফসীল ঘোষনায় উপজেলার ১৬ ইউনিয়নে তৃণমুল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে আওয়ামীলীগের দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন শেষে বাংলাদেশের আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ক্রয় করে অধিকাংশ প্রার্থীরা এখনও ঢাকায়। গত শনিবার উপজেলার ১৬ ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভার মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। এবার আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা এবং আওয়ামী লীগ পরিবারের মনোনয়ন প্রত্যশিরা এ প্রার্থী তালিকায় ঠাঁই পেয়ে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় ধানমন্ডি থেকে। মনোনয়ন সংগ্রহে সাংবাদিক, নারী নেতৃদেও নাম উঠে এসেছে। উপজেলার ১ নং রোহিতা ইউনিয়ন থেকে মনোনয়ন সংগ্রহের তালিকায় যাঁরা আছেন তাদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হাফিজ উদ্দীন ও আনছার আলী সরদার নাম জোরেশোরে শোনা যাচ্ছে। পিছিয়ে নেই প্রভাষক আলা উদ্দীন লিটন, আব্দুল কাদেও বিশ্বাসও। ২ নং কাশিমনগর ইউনিয়ন থেকে ৩০{42d7c02d75ed8ad2566d5e0848d1e673e35e1703bc782a9c186d8d8d27235b37} নারী কোটা পূরণ করতে আসমা খাতুন লাকি মনোনয়ন প্রত্যাশির তালিকায় প্রথমে রয়েছেন। বাকি পুরুষ প্রার্থীরাও চালিয়ে যাচ্ছে জোরেশোরে তাদের লবিং। ৩নং ভোজগাতি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় সিদ্ধান্ত মোতাবেক প্রার্থী তালিকায় ৪ জনের নাম উঠে আসে। এরা প্রত্যেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেও এবারের মনোনয়নে ৩০{42d7c02d75ed8ad2566d5e0848d1e673e35e1703bc782a9c186d8d8d27235b37} নারী কোটা পূরণ করতে উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক প্রভাষক আসমাতুন্নাহার রয়েছে প্রথম স্থানে। বাকি হেভিওয়েট প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মোড়ল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রয়েছেন শক্ত অবস্থানে। ৪ নং ঢাকুরিয়া ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় ৭ জন ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইচ্ছা প্রকাশ করলেও মনোনয়ন সংগ্রহ করেছেন ৪জন। এদের মধ্যে বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এরশাদ আলী সরদার এগিয়ে আছেন বলে ধারণা করা যাচ্ছে। এছাড়াও আইয়ুব গাজী, বাবলু সিংহ রয়েছে শক্ত অবস্থানে। ৫ নং হরিদাসকাঠি ইউনিয়ন সর্বোচ্চ ১৯ জন ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীতার ইচ্ছা পোষন করায় মনোনয়ন প্রত্যাশির তালিকা রয়েছে গোলকধাঁধায়। ৬ নং মণিরামপুর সদর ইউনিয়নে হাড্ডি হাড্ডি লড়ায়ে ৪ প্রার্থীর মধ্যে সাবেক ছাত্র নেতা মনিরুজ্জচামান মিল্টন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শাহিন, আওয়াম লীগ নেতা মণিরামপুর প্রেসক্লাবের সহসভাপতি প্রভাষক নূরুল হক। ৭ নং খেদাপাড়া ইউনিয়নে নারী কোটায় আমেনা খাতুনের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে এই ইউনিয়নে ১৪ জনের তালিকায় মনোনয়ন সংগ্রহ কারিরাও রয়েছেন শক্ত অবস্থানে। ৮ নং হরিহরনগর ইউনিয়নে গেলবার মামলাজনিত কারনে দেরিতে নির্বাচন হওয়ায় এবারের ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। ৯ নং ঝাপা ইউনিয়ন এখানে ৯ জনের নাম তালিকায় ঠাঁই পেয়ে মনোনয়ন সংগ্রহকারী প্রার্থীদের মধ্যে হাড্ডি হাড্ডি লড়ায়ে বর্তমান চেয়ারম্যান শামছুল হক মন্টু, স.ম আলা উদ্দীন ও শিপন সরদার। ১০ নং মশ্মিনগর ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন পাওয়ার সম্ভাবনা বেশি। ১১ নং চালুয়াহাটি ইউনিয়ন, এ ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছে ব্যাপক সমীকরণ। ১২ নং শ্যামকুড় ইউনিয়ন এ ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশিদের তালিকায় বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান মনি এগিয়ে থাকলেও পিছিয়ে নেই আলহাজ্ব হাশেম আলী। ১৩ নং খানপুর ইউনিয়ন ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মোহাম্মদ আলীর সম্ভাবনা বেশি। ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন এ ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশিদের ৩ জনের ভিতর বর্তমান চেয়ারম্যান গাজী মাযাহারুল আনোয়ার রয়েছে এগিয়ে। ১৫ নং কুলটিয়া ইউনিয়ন এরা হলেন বর্তমান চেয়ারম্যান শেখর চন্দ্র রায় কথা শোনা যাচ্ছে জোরেশোরে। ১৬ নং নেহালপুর ইউনিয়নে চলছে চুলচেরা বিশ্লেষণ। ১৭ নং মনোহরপুর ইউনিয়ন নারী প্রার্থী দীপালী রায়। দীপালী রায় নতুন মুখ হলেও এগিয়ে আছেন নারী কোটায়। বাকিদের নিয়েও চলছে আলোচনা সমালোচনা। তবে ফলাফল প্রকাশের আগপর্যন্ত নানা সমীকরণের মধ্য দিয়ে সৌভাগ্যবান প্রার্থীর কাছে ধরা খাবে এবার নৌকা।


আপনার মূল্যবান মতামত দিন: