"মণিরামপুরে ইউপির ৫ প্রার্থী পরিবর্তন, ৪ জনকে পূণরায় সুযোগ: বঞ্চিতদের মধ্যে ৪ চেয়ারম্যান"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১ ২০:৪৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১ ২০:৪৬

ছবি সমসাময়িক

আনোয়ার পারভেজ অনুজ।।

গত ইউপি নির্বাচনে যারা নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছিলেন কিন্তু এবারের নির্বাচনে ৫ জনকে পরিবর্তন করা হয়েছে। এই ৫ জনের মধ্যে ৪ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, অর্থাৎ বর্তমান ৪ জন চেয়ারম্যানসহ মোট ৫ জনকে নৌকা বঞ্চিত করা হয়েছে। বাকী ইউনিয়নগুলোতে বর্তমান নৌকার চেয়ারম্যানরা এবং গতবার নৌকা প্রতীক নিয়ে পরাজিতরা নৌকা পেয়েছেন। ১ নং রোহিতা ইউনিয়নে গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন আবু আনসার এবং জয়ী হয়েছিলেন। এবারের নির্বাচনে তাকে নৌকা দেয়া হয়নি, সেখানে নৌকা প্রতীকের প্রার্থী করা হয়েছে আওয়ামীলীগ নেতা হাফিজ উদ্দিনকে। ২ নং কাশিমনগর ইউনিয়নে গতবার নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন ব্যবসায়ী স্বপন কুমার দাস এবং তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন। এবারের নির্বাচনে স্বপন কুমার দাসকে নৌকা দেয়া হয়নি। ওই ইউনিয়নে এবার নৌকা প্রতীকের প্রার্থী করা হয়েছে পরীক্ষিত আওয়ামীলরগার ও সাবেক চেয়ারম্যান তৌহিদুর রহমানকে। ৩ নং ভোজগাতী ইউনিয়নে গতবার নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এবারের নির্বাচনে তাকে নৌকা বঞ্চিত করে সেখানে মহিলা আওয়ামীলীগ নেত্রী আসমাতুন্নাহারকে নৌকা প্রতীকের প্রার্থী করা হয়েছে। ১২ নং শ্যামকুড় ইউনিয়নে গতবার নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচন করেন মনিরুজ্জামান মনি এবং তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনে তাকে নৌকা দেয়া হয়নি। ওই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী করা হয়েছে পরীক্ষিত আওয়ামীলীগার ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে। ১৩ নং খানপুর ইউনিয়নে গতবার নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচন করেন গাজী মোহাম্মদ। তিনি বিজয়ী হয়েছিলেন। কিন্তু এবারে তাকে পরিবর্তন করে সেখানে আবুল কালাম আজাদকে নৌকা প্রতীকের প্রার্থী করা হয়েছে। এছাড়া গত নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে পরাজিত হলেও এবারো নৌকা প্রতীকের প্রার্থী করে সুযোগ দেয়া হয়েছে ৬ নং মনিরামপুর ইউনিয়নে ইয়াকুব আলী, ৭ নং খেদাপাড়া ইউনিয়নে আব্দুল আলীম জিন্নাহ, ১১ নং চালুয়াহাটী ইউনিয়নে আবুল ইসলাম ও ১৬ নং নেহালপুর ইউনিয়নে ফারুক হোসাইনকে। তাছাড়া অন্যান্য ইউনিয়ন অর্থাৎ ৪ নং ঢাকুরিয়া ইউনিয়নে গতবার নৌকা নিয়ে বিজয়ী এরশাদ আলীকে এবারো নৌকা, ৫ নং হরিদাসকাটিতে বিপদ ভঞ্জন পাড়ে, ৯ নং ঝাঁপা ইউনিয়নে সামছুল হক মন্টু, ১০ নং মশ্মিমনগর ইউনিয়নে আবুল হোসেন, ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়নে মাজহারুল ইসলাম, ১৫ নং কুলটিয়া ইউনিয়নে শেখর চন্দ্র রায় এবং ১৭ নং মনোহরপুর ইউনিয়নে গতবার নৌকা নিয়ে বিজয়ীরা এবারো নৌকা প্রতীকের প্রার্থী মনোনয়ন পেয়েছেন।


আপনার মূল্যবান মতামত দিন: