ইউপি নির্বাচনে জনতার সেবক হতে চাই- রমজান আলী (উজ্জল)

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১ ১৩:১৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১ ১৩:১৬

ছবি সমসাময়িক

রাশেদ রেজা, মাগুরা জেলা প্রতিনিধি।।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাগুরা জেলা শালিখা উপজেলা ২নং তালখড়ি ইউনিয়ন ১ নং ওয়ার্ডের গরীব দুঃখি মেহনতি মানুষের সেবার মাধ্যমে সত্যিকার জনতার সেবক হতে চাই রমজান আলী (উজ্জল)। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মত এই ওয়ার্ড থেকে নির্বাচন করে এই তরুণ প্রার্থী যদিও সেবার জয় তার হাতে ধরা দেইনি তবুও থেমে থাকেনি তার পথচলা... প্রায় তিন হাজার ভোটারের ভোটের ফলটা সেদিন তার পক্ষে না এলে কি হবে, তিনি প্রতিনিয়ত কাজের মাধ্যমে (ভরতপুর, পিয়ারপুর, ভান্নাদাই) তার নিজ নির্বাচনি এলাকায় বিগত পাঁচটি বছর সকল ধর্ম বর্ণ শ্রেণীপেশা মানুষের কাছে প্রিয় নাম হয়ে উঠেছেন (উজ্জল ভাই) নামে। সেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ এটাই ছিল এই তারুণের মুলমন্ত্র, করোনা কালীন সময় সহ সকল দূর্যোগে সবার পাশে থেকে জনপ্রিয়তা তার হাতে ধরা দিয়েছে। এলাকাবাসির মাঝে রমজান আলী (উজ্জল) এখন জনতার সেবকের নামে পরিচিত। রমজান আলী (উজ্জল) গণমাধ্যমকে বলেন আমি সারাজীবন জনগনের সেবায় নিজেকে নিয়জিত রাখতে চাই। আসছে নির্বাচনে যদি অবাধ ও সুষ্ট হয় তাহলে জনতার সেবক হয় সময়ের ব্যাপর মাত্র।


আপনার মূল্যবান মতামত দিন: