মাগুরা জেলার দুইটি উপজেলাতে ইউপি নির্বাচন ২৮ শে-নভেম্বর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১ ১৩:২২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১ ১৩:২২

ছবি সমসাময়িক

রাশেদ রেজা।।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তৃতীয় ধাপে মাগুরার শালিখা উপজেলার ৭টি এবং মহম্মদপুর উপজেলার ৮টি সহ দেশের বিভিন্ন জেলার ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। ঘোষিত তফসিল অনুযায়ী ঘোষিত ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর। উল্লেখ্য, প্রথম ধাপে গত ২১ জুন ২০৪টি ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। দেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউপি নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শালিখা ও মোহাম্মদপুর উপজেলা নির্বাচন অফিসের বরাত দিয়ে সংবাদ মাধ্যম কর্মীরা জানতে পেরেছেন বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান,সদশ্য,সংরক্ষিত নারী সদশ্যগণ উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমাদান করতে শুরু করেছেন।


আপনার মূল্যবান মতামত দিন: