মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বাঁধা ও হামলা শিকার, আহত-৬

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২১ ০১:৫৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ নভেম্বর ২০২১ ০১:৫৬

ছবি সমসাময়িক

বিশেষ প্রতিনিধি।।

অন্যন্য ইউনিয়নের সাথে যশোরের বাঘারপাড়া উপজেলা জহুরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর। অভিযোগ উঠেছে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বদর উদ্দিন মোল্যা, সাবেক আওয়ামী নেতা ও তার ছেলেসহ পাঁচজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ নৌকা মার্কার প্রার্থীর সমার্থকেরা। গত সোমবার স্বতন্ত্রপ্রার্থী বদর উদ্দিন মোল্যা মনোনয়নপত্র জমাদানের দিন ধার্য করেন, আনুমানিক সকাল ১০ টার পর উক্ত প্রার্থীর সমর্থিত গোষ্ঠি হুলিহট্ট গ্রামে এক হয়, এমন সময় ভোটযুদ্ধের প্রতিপক্ষ নৌকা মার্কার প্রার্থী আসাদুজ্জামান মিন্টুর সমার্থকগণ বেপরোয়াভাবে স্বতন্ত্রপ্রার্থী বদর উদ্দিন মোল্যা ও তার সমার্থকদের উপর চড়াও হয়, এক পর্যায়ে তর্কবিতর্ক মধ্যে সেটি হামলা রুপ নেয়। উক্ত হামলায় বেশ কয়জন সমার্থক আহত হয়, এবং গুরুতর অসুস্হ অবস্হায় প্রায় ৫/৬ জন কে জরুরি চিকিৎসার জন্যে যশোর সদর হাসপাতালে নেওয়া, ডাক্তার অবস্হার অবনতি দেখে আহত স্বতন্ত্রপ্রার্থী বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বদর উদ্দিন মোল্যা সহ ৫ জনকে ভর্তি করেন। আহত চেয়ারম্যান বদর উদ্দিন সংবাদকর্মীদের জানান, আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে স্বতন্ত্রপ্রার্থী হিসাবে জহুরপুর ইউনিয়নের জনতার দাবিতে চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মিন্টুর সমার্থকেরা হুলিহট্ট গ্রামে পৌঁছালে তাদের ওপর হামলা চালায়। হামলায় অংশ নেয় (মাসুদ, করিম, রশিদ, জসিম, মমিন, জাহাঙ্গীর সহ অন্যন্যরা)। সাবেক এই আওয়ামী নেতা অভিযোগ করে বলেন, ওই হামলায় নিজে ও তার ছেলে হাসিব ইকবাল লোটাস সহ তার কর্মী মাহবুব, চঞ্চল, শাহরিয়ার, মনুসহ অনেকে গুরুতরভাবে আহত হয়েছেন, স্থানীয় ডাক্তার কিছু কর্মী সমার্থকদের চিকিৎসা দিয়েছেন আর আমাদের অবস্হা আশঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতালে ভর্তি হয়েছি। যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার আহম্মেদ তারেক শামস সংবাদ মাধ্যম জানান, আহত অবস্হায় মারপিটের শিকার হওয়া অনন্য রোগির মধ্যে মাহবুবের অবস্থা আশঙ্কাজনক। এদিকে নৌকা মার্কার প্রার্থী আসাদুজ্জামান মিন্টু এ বিষয়ে সাংবাদ মাধ্যমকে বলেন, বিষয়টি দুঃখজনক, ভোটের মাঠে নিজের অবস্হান শক্ত করতে বদর উদ্দিন মোল্যা এমন অভিযোগ করেছেন, নৌকা প্রার্থীর বদনাম করতে এটি একটি গভীর ষড়যন্ত্র। উল্টো অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী উপজেলা শালিখা থেকে জামাত-বিএনপির লোকজন এনে এমন ঘৃণিত কাজটি উনি করিয়েছেন, যাতে করে নৌকা মার্কার প্রার্থীর অপমানিত হন।


আপনার মূল্যবান মতামত দিন: