মণিরামপুরে ১৬ ইউপি নির্বাচনে জামাত- বিএনপি, আ.লীগ মিলে ৯১২জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২১ ১৮:২৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ নভেম্বর ২০২১ ১৮:২৬

ছবি সমসাময়িক

মণিরামপুর (যশোর)।।

মণিরামপুরে ১৬ ইউনিয়নে নির্বাচনে জামাত বিএনপির আ.লীগ মিলে ৯১২জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন । তবে এই নির্বাচনে শুধুমাত্র আওয়ামী লীগ দলীয় প্রতিক নৌকা ব্যবহার করছেন। বাকি রাজনৈতিক দলগুলোর সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে ৯৪, সাধারণ সদস্য পদে ৬০৩ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২১৩জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিলো। এদিন উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা তাঁদের স্ব স্ব রির্টানিং অফিসারের নিকট তাঁদের মনোনয়ন পত্র দাখিল করেন। তবে ১৬টি ইউনিয়নে ১৬ জন আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়াও প্রায় সবকটি ইউনিয়নে স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি। বিএনপি-জামায়াত সমর্থিতরাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তারা জানিয়েছেন। ১ নং রোহিতা ইউনিয়নে চেয়ারম্যান পদে হাফিজ উদ্দীন, আব্দুর রাজ্জাক, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, এস এম আতিয়ার রহমান, মিজানুর রহমান, হাফিজুর রহমান ও বর্তমান চেয়ারম্যান আনসার আলী সরদার মোট ৮ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া এ ইউনিয়ন থেকে সাধারণ সদস্য পদে ৪৫ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন মনোনয়ন পত্র জমা দেন। ২নং কাশিমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন(৫জন) মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন, খোরশেদ আলম, মিজানুর রহমান, তৌহিদুর রহমান, আশরাফুল আলম ও ইয়াকুব আলী। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৩ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২জন প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ৩নং ভোজগাতী ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন (৬জন) মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হচ্ছেন, আসমাতুন্নাহার, আব্দুর রাজ্জাক, শরিফুল ইসলাম, আসাদুজ্জামান, শহিদুল ইসলাম ও আসাদুজ্জামান। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৪ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ৪নং ঢাকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন(৫জন) মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান এরশাদ আলী সরদার, আব্দুল গণি সরদার, আইয়ুব আলী গাজী, মোশাররফ হোসেন ও হাফিজুর রহমান। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৭ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ৫নং হরিদাসকাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয় পত্র দাখিল করেছেন সাতজন। এরা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ে, আলমগীর কবির, নিছার আলী, নবীরুজ্জামান আজাদ, দ্বীন বন্ধু রায়, স্বপন সরকার ও রাহুল রায়। এছাড়া সাধারণ সদস্য পদে ৪০ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ৬নং মণিরামপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছন পাঁচজন (৫জন)। এরা হচ্ছেন, আলহাজ্ব এয়াকুব আলী, বর্তমান চেয়ারম্যান নিস্তার ফারুক, আহসান হাবিব লিটন, মনিরুজ্জামান মিল্টন ও সাহেব আলী। এছাড়া এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৬ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ৭নং খেদাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান মনোনয়ন পত্র দাখিল করেছেন সাতজন (৭জন)। এরা হচ্ছেন, আব্দুল আলিম জিন্নাহ, বর্তমান চেয়ারম্যান এস এম আব্দুল হক, শামসুজ্জামান শান্ত, আজিবার রহমান, মাহাবুবুর রহমান ও শহিদুল ইসলাম। এছাড়াও সাধারণ সদস্য পদে ৪৭ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। ৯নং ঝাঁপা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন, শামসুল হক মন্টু, সিরাজুল ইসলাম, রুহুল কুদ্দুস, আলাউদ্দীন, হুমায়ুন কবির ও আবুল বাশার। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৭ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ১০নং মশ্বিমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন (৫জন) মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন, প্রাক্তন চেয়ারম্যান আব্দুল গফুর, সেলিম জাহাঙ্গীর, ইউনুচ আলী এবং ইয়ামিন হোসেন। এছাড়া এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৬ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ১১নং চালুয়াহাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন (৫জন) মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, আবুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান বজলুর রহমান, রবিউল ইসলাম ও মেহেদী হাসান। এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪১ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ১২নং শ্যামকুড় ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন (৫জন) মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, আলমগীর হোসেন, আনছার আলী, জিএম হাফিজুর রহমান ও মনিরুজ্জামান। এছাড়া সাধারণ সদস্য পদে ৫৯ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ১৩ খাঁনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন(৭জন) মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হচ্ছেন, প্রাক্তন চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ মিলন, আব্দুল মান্নান, মাহাবুবুর রহমান, রবিউল ইসলাম, এ্যাড মুজিুবুর রহমান ও লাভলু আক্তার। এছাড়া সাধারণ সদস্য পদে ৪৫ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান ছয়জন (৬জন) মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান মাজহারুল ইসলাম, আলতাফ হোসেন, মাসুদ পারভেজ, আতাউর রহমান লাভলু ও নজরুল ইসলাম। এছাড়া সাধারণ সদস্য পদে ২৬ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ১৫নং কুলটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন(৭জন) মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, আদিত্য কুমার, তৌহিদ মিজানুর রহমান, প্রভাষ ঘোষ, নাজমুল হক লিটন, মনোহর মন্ডল ও জাহিদ হাসান। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৭ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ১৬নং নেহালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন( ৪জন) মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান নাজমুস সাহাদাত, হুসাইন ফারুক, মনোয়ার হোসেন ও আনিসুল ইসলাম। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৭ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ১৭নং মনোহরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন(৬জন) মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান মাস্টার মশিয়ূর রহমান, প্রাক্তন চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, মোস্তাফা মহিতুজ্জামান, ওহিদুজ্জামান, সিরাজুল ইসলাম ও দিপালী রানী। এছাড়া এই ইউনিয়ন সাধারণ সদস্য পদে ২৬ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর উপজেলা ১৬টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নিজেদের অবস্থান মজবুত করতে এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন।


আপনার মূল্যবান মতামত দিন: