মনিরামপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২১ ১৬:২৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২১ ১৬:২৫

ছবি সমসাময়িক

ইকরামুল হোসেন, মনিরামপুর (যশোর)।।

 যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আঃলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষরকৃত নৌকা মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন আলমকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) সন্ধায়, আওয়ামীলীগের উদ্যোগে চিনাটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় শ্রমীকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মনিরামপুর উপজেলা থেকে বার বার নির্বাচিত পৌর মেয়র আওয়ামীলীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৌকা মার্কার বাইরে কেউ কাজ করবেন না। তার সিদ্ধান্তের বাইরে কেউ কাজ করলে তাকে দলের সকল পদ থেকে আজীবন বহিষ্কার করা হবে। যারা এখনো ভুল পথে হাঁটছেন নৌকার বিরোধীতা করছেন সময় থাকতে এখনো ফিরে আসুন। সকলে মান-অভিমান ভুলে একসঙ্গে নৌকার হয়ে কাজ করুন দল আপনাদের সঠিক মর্যাদা দেবে তা না হলে যারা নৌকার বাইরে কাজ করবেন তাদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। যারা এখনো ভুল সিদ্ধান্ত নিয়েছেন তারা সময় থাকতে ফিরে আসুন। নয়লে তাদের আর দলে ফেরার কোনো সুযোগ থাকবে না। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা আওয়ামীলীগের তরুণ নেতা এ্যাড বশির আহম্মেদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগের আহ্বায়ক উত্তম চাক্রবর্তী বাচ্চু, উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক বাবু অজিত কুমার ঘোষ, উপজেলা আঃলীগ নেতা এডভোকেট নজরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, বীর মুক্তিযোদ্ধা হেরমত আলী, উপজেলা আঃলীগ নেতা বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেনের, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ওয়াহিদ মুরাদ সাগর প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য শিক্ষানবিশ আইনজিবি ইকরামুল কাবির, ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি বাবর আলী বাবু, ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, হাজি মোঃ রফিকুল ইসলাম, বিল্লাল, আকরাম, ইউনিয়ন যুবলীগ নেতা সবুজ, আসাদ, আজাদ, সজল, বাবু, কামরুল ইসলাম, করিম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম, জি, এম মেহেদি হাসান, আব্দুল্লাহ্ আল মামুন, মুন্না, আপেল বাপ্পি, সবুজ, নয়ন, সোহাগ, ইমন, মাসুদ রানাসহ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।


আপনার মূল্যবান মতামত দিন: