এলাকার উন্নয়নে নৌকার মাঝিকে বিজয়ী করতে হবে; কাজী মাহমুদুল হাসান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১ ১৬:৫৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১ ১৬:৫৯

ছবি সমসাময়িক

উত্তম চক্রবর্তী,নিজস্ব প্রতিবেদক মনিরামপুর।।

আগামী ২৮ নভেম্বর ইউপি নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকার মাঝি আবুল ইসলামের এক নির্বাচনী বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক প্রভাষক আবুল হাসানের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মিলনের পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, এলাকার উন্নয়নে নৌকা প্রতীক প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তাহলে সারা দেশের ন্যায় চালুয়াহাটি ইউনিয়নও উন্নয়নের রোল মডেল হবে বলে আমি মনে করি। এজন্য সকল নেতা-কর্মী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে এবং নৌকা প্রতীকে ভোট দিতে উৎসাহিত করতে হবে। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু। এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ন-আহবায়ক ফজলুর রহমান, পৌর যুবলীগের সভাপতি লুৎফর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি এম.এম ইমরান খান পান্না, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আব্দুল হাই, যুগ্ন আহবায়ক প্রভাষক জিল্লুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম টুলু, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও ১ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী আমজাদ আলী খান, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য ও পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস, পৌর কাউন্সিলর আইয়ুব পাটোয়ারি, সুমন দাস, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আকরাম হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহমেদ, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ১ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী হাবিবুর রহমান, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ১ নং ওয়ার্ডের বর্তমান মেম্বর ও মেম্বার প্রার্থী প্রার্থী জি.এম মশিউর রহমান, আওয়ামী লীগ নেতা নিতাই চন্দ্র পাল, ফজলুর রহমান, আনিছুর রহমান, ইকবাল হোসেন, আব্দুল ওয়াদুদ, ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনি সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য: আগামি ২৮ নভেম্বর-২০২১, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে যশোর জেলার মণিরামপুর উপজেলার ১৬টি ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মূল্যবান মতামত দিন: