মণিরামপুরে ১২ চেয়ারম্যান সহ ৪৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১ ০২:২৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১ ০২:২৭

ছবি সমসাময়িক

মণিরামপুর (যশোর)।।

আসন্ন ২৮ নভেম্বরের ইউনিয়ন পরিষদের নির্বাচনে যশোরের মণিরামপুরে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে বৃহস্পতিবার (১১ নভেম্বর) ৪৭ জন মনোনয়ন তুলে নিয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত নারী পদে ১ জন ও মেম্বার পদে ৩৪ জন প্রার্থী রয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে ৮ জন রিটার্নিং কর্মকর্তার দফতর থেকে এমন তথ্য মিলেছে। প্রার্থীতা তুলে নেয়ায় ১ চেয়ারম্যান ও ১ মেম্বার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন। তারা হলেন, শ্যামকুড় ইউনিয়নে নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন ও ঝাঁপা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাহাবুবুর রহমান। রোহিতা ইউনিয়নে ৩ মেম্বার প্রার্থী মনোনয়ন তুলে দিয়েছেন। তারা হলেন, ১ নম্বর ওয়ার্ডে জুয়েল রানা, ৫ নম্বর ওয়ার্ডে শাহাদৎ হোসেন ও ৭ নম্বর ওয়ার্ডে আব্দুল আজিজ। কাশিমনগর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মাহাবুর গাজী মনোনয়ন প্রত্যাহার করেছেন। ভোজগাতী ইউনিয়নে ২ চেয়ারম্যান ও ২ মেম্বার প্রার্থী মনোনয়ন তুলে নিয়েছেন। তারা হলেন, চেয়ারম্যান পদে শরিফুল ইসলাম রিপন ও আসাদুজ্জামান। মেম্বার পদে ৬ নম্বর ওয়ার্ডে কবীর হোসেন ও শেখ আবুল বাসার। ঢাকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আব্দুল গনি প্রার্থীতা প্রত্যাহার করেছেন। হরিদাসকাটি ইউনিয়নে ২ চেয়ারম্যান ও ১ মেম্বার প্রার্থী মনোনয়ন তুলে নিয়েছেন। তারা হলেন, চেয়ারম্যান পদে রাহুল রায় ও দীনবন্ধু রায়। মেম্বার পদে ৬ নম্বর ওয়ার্ডে আব্দুর রহমান। মণিরামপুর সদর ইউনিয়নে ৩ মেম্বার প্রার্থী মনোনয়ন তুলে নিয়েছেন। তারা হলেন, ১ নম্বর ওয়ার্ডে আব্দুল করিম ও টিটো ইসলাম। ৩ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম। খেদাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে শহিদুল ইসলাম নৌকার প্রার্থী আব্দুল আলিম জিন্নাহকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে গেছেন। ঝাঁপা ইউনিয়নে ১ চেয়ারম্যান ও ৪ মেম্বার প্রার্থী মনোনয়ন তুলে নিয়েছেন। তারা হলেন, চেয়ারম্যান পদে আবুল বাসার। মেম্বার পদে ১ নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম শহিদ, ২ নম্বর ওয়ার্ডে তরিকুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান ও ৯ নম্বর ওয়ার্ডে গেয়াস উদ্দিন। গেয়াস উদ্দিন প্রার্থীতা তুলে নেয়ায় মাহাবুবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছেন। চালুয়াহাটি ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য শাহানাজ পারভিন ও ৭ নম্বর ওয়ার্ডে মাসুম বিল্লাল মনোনয়ন তুলে নিয়েছেন। শ্যামকুড় ইউনিয়নে ৩ চেয়ারম্যান ও ৬ মেম্বার প্রার্থী মনোনয়ন তুলে নিয়েছেন। তারা হলেন, চেয়ারম্যান পদে মনিরুজ্জামান মনি, আনসার আলী ও ডা. মনিরুজ্জামান। মেম্বার পদে ১ নম্বর ওয়ার্ডে মুজিবুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডে রবিউল ইসলাম ও আক্তার হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে ফজলুর রহমান এবং ৯ নম্বর ওয়ার্ডে জুয়েল রানা ও হাফিজুর রহমান। খানপুর ইউনিয়নে ৪ মেম্বার প্রার্থী মনোনয়ন তুলে নিয়েছেন। তারা হলেন, ৮ নম্বর ওয়ার্ডে আব্দুল হালিম, সিরাজুল ইসলাম ও মশিয়ার রহমান। ৯ নম্বর ওয়ার্ডের আসাদুজ্জামান। দূর্বাডাঙা ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী গৌর রায় প্রার্থীতা তুলে নিয়েছেন। কুলটিয়া ইউনিয়নে ২ মেম্বার প্রার্থী মনোনয়ন তুলে নিয়েছেন। তারা হলেন, ১ নম্বর ওয়ার্ডে প্রদ্যুৎ বৈরাগী এবং ৭ নম্বর ওয়ার্ডে আজাদ বিশ্বাস। নেহালপুর ইউনিয়নের ৩ মেম্বার প্রার্থী মনোনয়ন তুলে নিয়েছেন। তারা হলেন, ১ নম্বর ওয়ার্ডে সিদ্দিকুর রহমান, ২ নম্বর ওয়ার্ডে আজগার আলী ও ৩ নম্বর ওয়ার্ডে আলতাফ হোসেন। মনোহরপুর ইউনিয়নে ২ চেয়ারম্যান ও ৩ মেম্বার প্রার্থী মনোনয়ন তুলে নিয়েছেন। তারা হলেন, চেয়ারম্যান পদের ওয়াহিদুজ্জামান ও দীপালি রানী। ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী রবিন্দ্রনাথ সরকার ও মহির উদ্দিন গাজী এবং ৭ নম্বর ওয়ার্ডের আবুল খায়ের।


আপনার মূল্যবান মতামত দিন: