অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আওয়ামী লীগের ৭ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২১ ১৩:২৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২১ ১৩:২৪

ছবি সমসাময়িক

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।

চতুর্থ ধাপে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন। আর এই নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিক পেতে শ্রীকোল ইউনিয়নের ৭ প্রার্থী নিজেদের ভাগ্যের লড়াইয়ে একসঙ্গে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। ইউপি নির্বাচনে রাজনৈতিক কোন্দলে সহ সকল বাধাবিভক্ত যখন সমস্ত বাংলাদেশে চিত্র হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখন ই শ্রীকোল ইউনিয়নের ৭ আওয়ামী লীগের প্রার্থীর এমন উদ্যোগকে এলাকাবাসী এবং সুধি সমাজ অনন্য দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন। মাগুরার শ্রীপুর উপজেলার আলোচিত ৩ নং শ্রীকোল ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রত্যাশী ওই ৭ জন শনিবার সকালে শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে একসঙ্গে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র বিতরণের আগে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন মোল্লা সকলের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। এরপর মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ বক্তব্য রাখেন। সবশেষে সকলকে মিষ্টিমুখ করানো হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৫ নভেম্বর। আর এর আগেই দলীয় মনোনয়ন প্রত্যাশিদের তালিকা যাচাই বাছাই শেষে প্রার্থিতা চূড়ান্ত করা হবে।


আপনার মূল্যবান মতামত দিন: