মাগুরা ৭ ইউনিয়নে ৯ নেতাকর্মী বহিষ্কার 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২১ ০৬:১৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২১ ০৬:১৭

ছবি সমসাময়িক

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শালিখা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ ভোটে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগের ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার মাগুরা জেলা আওয়ামী লীগের সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মাগুরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, বহিষ্কার হওয়া ওই ‘বিদ্রোহী’ প্রার্থীদের পক্ষে যদি কোনো দলীয় নেতা নির্বাচন করেন, পরবর্তী তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বহিষ্কার হওয়া আওয়ামী লীগ নেতারা হলেন, ধনেশ্বরগাতী ইউপির সরোয়ার মল্লিক, তালখড়ি ইউপির শামছুর রহমান, আড়পাড়া ইউপির মোঃ আরজ আলী বিশ্বাস, শতখালী ইউপির কামাল হোসেন ও আকবর আলী, শালিখা ইউপির আলতাফ মোল্যা ও আনিছুর মোল্যা, বুনাগাতী ইউপির ইমদাদুল হক, গঙ্গারামপুর ইউপির সামছুর রহমান। শালিখা উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃতদের মধ্যে মোঃ আরজ আলী বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ছরোয়ার মল্লিক মাগুরা জেলা আওয়ামী লীগের সদস্য, আকবর আলী শতখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি, এবং সামছুর রহমান, কামাল হোসেন, আলতাফ মোল্যা,আনিছুর মোল্যা,ইমদাদুল হক ও শামসুর রহমান আওয়ামী লীগের সদস্য। মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু বলেন, শালিখা উপজেলা আওয়ামী লীগের সুপারিশক্রমে জেলা আওয়ামী লীগের সভায় বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে। এসব প্রার্থীর পক্ষে যদি কোনো নেতা কাজ করেন এবং সেটা যদি প্রমাণিত হয়, পরবর্তীতে তাঁদেরও দল থেকে বহিষ্কার করা হবে। তিনি আরো বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করছি।


আপনার মূল্যবান মতামত দিন: