নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা মার্কার প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১ ০৬:০৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১ ০৬:০৯

ছবি সমসাময়িক

রাশেদ জেলা মাগুরা প্রতিনিধি।।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মাগুরার নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঠিক এমনটিই ঘটেছে, মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলাউদ্দীনের সাথে। গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পলাশবাড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল গঠিত ভ্রাম্যমাণ আদালতের টিম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, মহম্মদপুর উপজেলার প্রশাসন এমন গঠনমূলক সিদ্ধান্তগ্রহণের মাধ্যমে নিয়োমিত ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রাখবে বলে সংবাদমাধ্যম জানতে পেরেছে। এদিকে সকল ইউনিয়নের সাধারণ জনগণ এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন মহম্মদপুর উপজেলা প্রশাসনকে।


আপনার মূল্যবান মতামত দিন: