মণিরামপুরে আরো এক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়ালেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১ ০৪:০৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১ ০৪:০৯

ছবি সমসাময়িক

স্টাফ রিপোর্টার,মণিনরামপুর(যশোর)।।

দলের প্রতি আনুগত্য প্রকাশ করে যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রভাষক নিছার আলী হরিদাসকাটি ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাড়ানোর ঘোষনা দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় মণিরামপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এ ঘোষনা দেন। এসময় নিছার আলীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা হারুন আর রশিদ। তিনি জানান, যেহেতু বিএনপি এ নির্বাচনে দলিয়ভাবে অংশ গ্রহন করেনি। সেহেতু তিনি দলের প্রতি আনুগত্য প্রকাশ করে হরিদাসকাটি ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী(মোটরসাইকেল প্রতিক)হিসেবে প্রতিদ্বন্দীতা থেকে সরে দাড়ালেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রভাষক নিছার আলী নির্বাচন থেকে সরে দাড়িয়ে অন্য কোন প্রার্থীর পক্ষে অংশ না নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে প্রভাষক নিছার আলীর পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহসিন হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলাম ও জেলা ছাত্রদল নেতা রায়হান হোসেন প্রমুখ। উল্লেখ্য মনিরামপুরে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। হরিদাসকাটি ইউপিতে প্রভাষক নিছার আলী সরে দাড়ানোর ফলে বর্তমান প্রার্থী রয়েছেন নৌকার বিপদ ভঞ্জন পাড়ে, আওয়ামী লীগের বিদ্রোহী আলমগীর কবির লিটন(আনারস প্রতিক), স্বতন্ত্র(বিএনপি) নবিরুজ্জামান আজাদ(চশমা প্রতিক)।


আপনার মূল্যবান মতামত দিন: