ইউপি ভোটে জয় পরাজয়ের অপেক্ষায় শালিখা ও মহাম্মাদপুরবাসী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১ ১৭:১২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১ ১৭:১২

ছবি সমসাময়িক
 

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।

মাগুরায় রাত পোয়ালে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন, আগামীকাল   ২টি উপজেলায় ১৫টি ইউনিয়নে ভোটগ্রহনের মধ্য দিয়ে হবে জয় পরাজয়। আজ শনিবার সকল থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস, ভোটগ্রহণের জন্য সকল প্রকার নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। আগামিকাল নির্বাচনে মহম্মদপুর উপজেলাতে ৮ ইউনিয়ন ও শালিখা উপজেলা ৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। শালিখা উপজেলায় ৭ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ জন। এছাড়া সাধারণ সদস্য পদে ২৬৬ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৭৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। শালিখা উপজেলায় কালকের নির্বাচনে ৭ ইউনিয়নে ১ লাখ ৩৪ হাজার ৪৩০ জন ভোটার ৮২ কেন্দ্রের ৩৮৩ বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যেখানে পুরুষ ভোটার রয়েছে ৬৭ হাজার ৮৯৮ ও মহিলা ভোটার রয়েছে ৬৬ হাজার ৫৩২ জন। এবং মহম্মদপুর উপজেলায় ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৪ জন। এখানে সাধারণ সদস্য পদে ৩৬৫ ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১১৯ সাথী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেখানে ১ লাখ ৬৫ হাজার ৯০৮ জন ভোটার ৯২ কেন্দ্রের ৪৫৬ বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখানে পুরুষ ভোটার রয়েছে ৮৪ হাজার ৯২২ ও মহিলা ভোটার রয়েছে ৮০ হাজার ৯৮৬ জন। সকল ইউনিয়নের ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তথ্যগুলো সংবাদমাধ্যমকে  নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ অলিউল ইসলাম। এবারের নির্বাচনে ২টি উপজেলায় সংঘাত নয় বরং উৎসবের ভোট হচ্ছে বলে সংবাদ কর্মীরা তথ্য পেয়েছেন।

দৈনিক সমসাময়িক নিউজের পক্ষ থেকে সকল প্রার্থীদের জন্যে অগ্রিম শুভকামনা জানানো হলো।




আপনার মূল্যবান মতামত দিন: