জামাই শাশুড়ির বিজয়ে আনন্দিত ইউনিয়নবাসী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১ ১২:৪৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১ ১২:৪৩

ছবি সমসাময়িক

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।

গতকাল মাগুরার মহাম্মাদপুর উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে (শাশুড়ি) এবং পুরুষ সদস্য পদে (জামাই) জয়লাভ করেছেন। মহাম্মাদপুর উপজেলার ১নং বাবুখালী ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে শাশুড়ি মোছাঃ আলেয়া খাতুন এবং একই এলাকার ৩ নং ওয়ার্ড থেকে জামাই মোঃ রনি মোল্যা জয়লাভ করে। এ নিয়ে দুই পরিবার ও ইউনিয়নের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ/উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ইউপি ভোটে জামাই-শাশুড়ির এই বিজয়ে আলাদাভাবে ভোটারদের নজর কাড়তে সক্ষম হন। ইউপি ভোট গ্রহনের আগেই ইউনিয়নের সর্বত্রই চলছিল জামাই শাশুড়ির জয়/পরাজয় নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে। সুত্রমতে জানা যায়, বাবুখালী ইউনিয়নের শ্বাশুড়ি সহ ওই তিন ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে মোট তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্য থেকে মোছাঃ আলেয়া খাতুন হেলিকাপ্টার প্রতীক নিয়ে ২০৮৪ ভোট পেয়েছেন, এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি মাইক মার্কা নিয়ে ১৮৮৫ ভোট পান। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্বাশুড়ি মোছাঃ আলেয়া খাতুন এবং জামাই রনি মোল্যা একই পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। বিজয়ী শ্বাশুড়ি আলেয়া খাতুন সংবাদ মাধ্যমকে জানান, 'এবারও জয়ের ব্যাপারে তিনি বেশ আশাবাদী ছিলেন, গত বার মাত্র কয়েক ভোটে পরাজিত হয়েছিলেন এবং বেশ কিছু ভোট বাতিল হয়েছিল, যার ফলে পরাজিত হয়ে ছিলেন কিন্তু এবং জনগণ তাদের পাশে থেকে বিজয় নিশ্চিৎ করেছেন। অন্যদিকে জামাই রনি মোল্যা মোরগ প্রতীকে ৫৭২ পেয়ে প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীক নিয়ে ৫৩০ ভোট পাওয়া প্রার্থীকে পরাজিত করে ৩নং ওয়ার্ডের সদস্য পদে জয়ী হয়েছেন। এমন বিরল ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমকে নবনির্বাচিত বাবুখালী ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান মীর মোঃ সাজ্জাদ আলী বলেন, জামাই শাশুড়ি দুইজনই জয় লাভ করেছে। এ নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসহ ছিল কার কি হয়। শেষ পর্যন্ত দুজনই জয়লাভ করায় ইউনিয়ন বাসি


আপনার মূল্যবান মতামত দিন: